ইয়াহু... কানাডার ভিসা পাইছি!!! এবার??? (একটি সম্ভাব‍্য টু-ডু লিস্ট)

This document is originally written by Pritam Saha, M.Sc. in Earth Sciences (St. Francis Xavier University).


Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.



(ডিসক্লেইমার: সামার প্রায় শেষ। ফরেন স্টুডেন্ট আসার মৌসুম চলছে। এক বছর আগে আমি এসেছিলাম আর এ বছর চেনা জানা বেশ কিছু বন্ধু বান্ধব আসছে খুব শীঘ্রই। তাদের মধ‍্যে অনেকে জানতে চাচ্ছে আসার পরে করনীয় সম্পর্কে, আমিও তাই ভেবে দেখলাম গত এক বছরের অভিজ্ঞতাটা নোট আকারে লিখে ফেললেই হয়, অনেকেরই হয়ত কাজে দিবে। তবে এই নোটটা একান্তই একজন ফান্ড প্রাপ্ত মাস্টার্স স্টুডেন্টের নিজস্ব অভিজ্ঞতালব্ধ কথাবার্তা, তাই সেলফ্ ফান্ডেড, আন্ডারগ্র‍্যাড বা ইমিগ্রেশনে আসা ভাই ব্রাদারদের জন‍্য নোটটা হয়ত পুরোপুরি প্রযোজ‍্য হবেনা।)


প্রিয় বড় ভাই/বড় আপু/বন্ধু/বান্ধবী/ছোট ভাই/ছোট আপু,


আপনাদের প্রথমেই অভিনন্দন জানাই কানাডা ইমিগ্রেশনের এই কড়াকড়ির মাঝেও ভিসা পাবার জন‍্যে। কংগ্রাটস। ইউ আর্নড ইট। আসুন তাহলে এবার ভিসা পাবার পরের কাজগুলো দেখে নিই-


১. বিমানের টিকিটঃ

তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে ফেলুন। যত তাড়াতাড়ি কাটবেন তত সস্তায় পাবেন। একাধিক ট্রাভেল এজেন্সীতে খোঁজ করুন, অনেক সময় অনেকের কাছে বেশ ভাল ডিল পেতে পারেন। আমি আসার ১৫-২০ দিন আগে এক এজেন্সীতে কাতারের ইকোনমীর চেয়ে কম দামে তার্কিশের বিজনেস ক্লাশের টিকিট পেয়েছিলাম (৩১ আগস্টের টিকিট, পিক টাইমের)।


২. বাসা ভাড়াঃ

বাসা অবশ‍্য প্রায় সবারই অলরেডী ইতিমধ‍্যে ঠিক করে ফেলার কথা। আর যদি না করে থাকেন তাহলে জলদি করে ফেলুন। বাসা ভাড়ার জন‍্য সবচেয়ে কার্যকরী টুল হল যেখানে যাচ্ছেন সেখানের বাংলাদেশী কমিউনিটির সাথে যোগাযোগ করুন, কারন স্থানভেদে ফাকা বাসার খোঁজ পাবার প্লাটফর্ম ভিন্ন (কোথাও kijiji.ca তে বাসার খোঁজ ভাল পাওয়া যায়, আবার কোথাও ফেসবুক গ্রুপে) যার খোঁজ আপনাকে সেই জায়গার মানুষজনই দিতে পারবে। যদি আপনার চেনা জানা কেউ না থাকে তাহলে ফেসবুকে কাস্টম সার্চ দিন বা গ্রুপ সার্চ দিন অথবা এই গ্রুপে খোঁজ করুন। কাউকে না কাউকে পাবেনই। বুঝতে হবে, আমরা বাংলাদেশী… চাঁদে গেলেও ভাই ব্রাদার খুঁজে পাব। ;)


৩. খাওয়া দাওয়াঃ

এবার আসার প্রিপারেশন নেন আর কয়দিন নিজের শখ মিটিয়ে খাওয়া-দাওয়া করেন। তারপর বিমানে করে চলে আসেন কানাডায়।


৪. বিমানবন্দরে নামার পরঃ

নিশ্চয়ই জানেন আপনার পাসপোর্টে যেটা লেগেছে সেটা হল কানাডিয়ান স্টুডেন্ট ভিসা আর স্টাডি পারমিট আপনি পাবেন যে বিমানবন্দরে ল‍্যান্ড করবেন সেখানে। তাই হাতের কাছে, হ‍্যান্ড লাগেজেই আপনার অফার লেটার, ফান্ডিং লেটার আর ভর্তির অন‍্যান‍্য কাগজ পত্র রাখুন এবং বলা বাহুল‍্য পাসপোর্টতো অবশ‍্যই রাখবেন। কাজটা খুবই স্মুথলি হবে, ইমিগ্রেশনের পর যথাযথ অফিসারের কাছে কাগজ পত্র জমা দিবেন বাকীটা তারাই করবে। কিছুক্ষন পর আরেকটা কাগজ পেয়ে যাবেন সেটাই হল আপনার স্টাডি পারমিট। যত্ন করে রেখে দিন। কত সময় লাগবে তা নির্ভর করবে এয়ারপোর্টের ভীড়ের উপর। মন্ট্রিলে আমার ৩০ মিনিট লেগেছিল। এয়ার পোর্টে কিছু ডলার ভাঙ্গিয়ে কানাডিয়ান করে নিতে পারেন, সব না ভাঙ্গানোই ভালো, রেট কিছুটা কম থাকে এয়ারপোর্টে।


৫. নিজের শহরেঃ

এবার ট‍্যাক্সি, বাস বা কানেকশন ফ্লাইট ধরে চলে যান আপনার নতুন ঠিকানায়। উবার দিয়েও যাইতে পারেন।


৬. সিন নাম্বারঃ

SIN বা Social Insurance Number হল কানাডায় আপনার রেসিডেন্সির একটা ইউনিক নাম্বার। এই নাম্বারের এগেইন্সটেই আপনি প্রায় সব সরকারী সুযোগ সুবিধা পাবেন। SIN এর জন‍্য চলে যান আপনার নিকটবর্তী Service Canada তে। সাথে রাখুন আপনার পাসপোর্ট, স্টাডি পারমিট আর একাডেমিক কাগজপত্র (অফার লেটার, ফান্ডিং লেটার)। যাবার আগে আপনার বর্তমান অর্থাৎ কানাডার বাসার ঠিকানা সাথে নিয়ে যাবেন (অতি অবশ‍্যই পোস্টাল কোড সহ)। Service Canada খুঁজে পাবেন কিভাবে? এই ওয়েবসাইটে চলে যান - http://www.servicecanada.gc.ca/cgi-bin/sc-srch.cgi?app=hme&ln=eng. আর শহরের মধ‍্যে চলাচলের জন‍্য স্মার্টফোনে Here Map (Developed by Nokia) ডাউনলোড করে নিতে পারেন আসার আগেই, আর আপনার প্রোভিন্সের অফলাইন ম‍্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন, অফলাইনে এবং ন‍্যাভিগেটর হিসেবে ইউজ করার জন‍্য এটা গুগল ম‍্যাপের চেয়ে বেটার।


কমেন্টে Setu Haque আপু সিন নাম্বার নিয়ে আপডেটেড ইনফো দিয়েছেন। এখন এয়ারপোর্টেই SIN number দিয়ে দেয় আলাদা করে আর সার্ভিস কানাডা'য় যাবার দরকার নেই।


অনেকের SP এ ওয়ার্ক পারমিট এর কথা বলা নেই। এটা ছাড়া SIN পাবেন না। এই বেপারে মারুফ ভহাই এর সাজেশন হলো আপনি SP আমেন্ড করিয়ে নিন। প্রসেস এখানে বলা আছেঃ


How to amend your study permit from within Canada?

https://students.ubc.ca/international-student-guide/immigration/study-permits/amend-study-permit-within-canada


৭. ব‍্যাংকিং নিডস্ঃ

এবার টাকা পয়সার ব‍্যাপার স‍্যাপার। দেশ থেকে যে টাকা পেয়েছেন সেটা রাখার জন‍্য তো বটেই আবার ইউনিভার্সিটি থেকে ফান্ডিং-এর বেতন ডিপোজিটের জন‍্যও একটা ব‍্যাংক একাউন্ট লাগবে। কানাডার বড় ব‍্যাংক গুলো খুব একটা সুবিধার না, এই ফি, সেই ফি তারপরও আছে নানা লিমিটেশন, এই দিক দিয়ে মন্দের ভালো কিছু ফরোয়ার্ড ব‍্যাংক (ভার্চুয়াল ব‍্যাংক)। তবে নিউ কামারদের কনভিনিয়েন্সের জন‍্য এবং তাড়াতাড়ি করার জন‍্য শুরুতে একটা বড় ব‍্যাংকেই একাউন্ট খুলে ফেলতে পারেন। পরে যদি চান ধীরে সুস্থে আপনার ব‍্যাংকিং অন‍্য ব‍্যাংকে ট্রান্সফার করে ফেলতে পারবেন।


স্টুডেন্ট একাউন্টে বিভিন্ন ব‍্যাংক বিভিন্ন সুযোগ সুবিধা অফার করে, আপনি গুগোল করে দেখতে পারেন (CIBC, RBC, Scotia Bank, TD, BMO)। আমার অভিজ্ঞতা CIBC তে। তাই সে সম্পর্কেই বলবো। শুরুতেই ব‍্যাংকে যাবার আগে ফোন করে এপয়েনমেন্ট নিয়ে নিবেন তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস (পাসপোর্ট, স্টাডি পারমিট, সিন আর ভর্তির কাগজপত্র) নিয়ে চলে যান ব‍্যাংকে। এপয়েন্টমেন্ট নিয়ে গেলে ওদের একজন ফিনান্সিয়াল এডভাইজার আপনাকে একাউন্ট সেটআপের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় সাহায‍্য করবে। স্টুডেন্ট একাউন্ট আর একটা সেভিংস একাউন্ট খুলে ফেলুন। একটা ডেবিট কার্ড দিবে আর একটা ভয়েড চেক দিবে। এদের ডেবিট কার্ড VISA সার্টিফাইড তাই ক্রেডিট কার্ড আসার আগ পর্যন্ত এই কার্ড দিয়ে টুকটাক অনলাইন ট্রানজাকশন করতে পারবেন, আনলিমিটেড কেনাকাটা আর ক‍্যাশ উইথড্র করতে পারবেন। স্টুডেন্ট হিসেবে মাসিক ফি ওয়েভ করে দিবে। সব মিলিয়ে খারাপ না। তবে সমস‍্যা হল ফ্রী ই-মেইল মানি ট্রান্সফার করা যায়না, ফ্রী চেক বই দেয় না, স্টুডেন্ট স্ট‍্যাটাস চেন্জ হবার সাথে সাথে মান্থলি ফি আসা শুরু করবে, সেভিংসে ইন্টারেন্স খুবই কম ইত‍্যাদি।


আমি শুরুতে CIBC তে থাকলেও পরবর্তীতে ক্রেডিট কার্ড বাদে বাকী সবকিছু Tangerine নামক একটা ফরোয়ার্ড ব‍্যাংকে মুভ করেছি (www.tangerine.ca)। এটার এডিশনাল সুবিধা হল সবসময়ই সবরকম একাউন্ট ফি জিরো, ই-মেইল ট্রান্সফার ফ্রী, প্রথম চেকবই ফ্রী, সেভিংসে কম্পারিটেভলি বেশী ইন্টারেস্ট রেট, আর সাইন আপ বোনাস, রেফারেল বোনাস, পে-রোল ট্রান্সফার বোনাস টাইপের ফ্রী মানি। তবে স্কোশিয়া ব‍্যাংক ওউনড্ ভার্চুয়াল ব‍্যাংক হওয়াতে এদের কোন ফিজিকাল ব্রাঞ্চ নাই। আপনাকে এপ্লাই করতে হবে অনলাইনে আর আইডি ভেরিফাই করতে হবে কানাডা পোস্ট আউটলেটে। সাইন আপ বোনাস পেতে হলে আপনাকে একজন বর্তমান ক্লায়েন্টের রেফারেল কি/অরেঞ্জ কি ইউজ করতে হবে সাইন আপের সময়। প্রয়োজনে আমার অরেঞ্জ কি (44071951S1) ব‍্যবহার করতে পারেন।


৮. ক্রেডিট কার্ডঃ

ইন্টারন‍্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের ক্রেডিট কার্ডের চয়েজ বেশ লিমিটেড। তবে বিভিন্ন ব‍্যাংক অল্প ক্রেডিট লিমিটের কিছু স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড অফার করে থাকে তবে বেশীর ভাগ সময়ই ক্রেডিট লিমিটের সমপরিমান টাকা একটা সেভিংস একাউন্টে জমা রাখতে হয় সিকিউরিটি ডিপোজিট হিসেবে। অর্থাৎ আপনি যতদিন ক্রেডিট কার্ড ইউজ করবেন ততদিন সেই জমা রাখা টাকা আপনি ব‍্যাবহার করতে পারবেন না। ক্রেডিট কার্ড ক‍্যান্সেল করলে বা পরবর্তীতে আপনার স্টুডেন্ট স্ট‍্যাটাস বা রেসিডেন্সি স্ট‍্যাটাস চেঞ্জ হলে তারা হোল্ড তুলে নিবে তখন আপনি আবার সেই টাকা ব‍্যাবহার করতে পারবেন।


প্রশ্ন করতে পারেন তাহলে ক্রেডিট কার্ডের দরকার কি? আসলে একটা ক্রেডিট কার্ড নিয়ে ঠিকমত মেইনটেইন করলে কানাডায় আপনার একটা ভালো ক্রেডিট হিস্টোরী বিল্ড আপ হবে। পরবর্তীতে যারা কানাডায় সেটেল হবেন তারা যখন বাড়ী গাড়ীর জন‍্য ঋন চাবেন তখন তা পেতে সুবিধা করে দিবে একটা পুরনো এবং হেলদি ক্রেডিট স্কোর। আর ক্রেডিট কার্ডে ট্রানজেকশন বিশেষ করে অনলাইন ট্রানজেকশন তুলনামূলক সেফার।


আপনি চাইলে ব‍্যাংকে একাউন্ট খুলার সময়ই নো এনুয়াল ফি ক্রেডিট কার্ডের জন‍্য এপ্লাই করতে পারেন। আমি তাই করেছিলাম, এবং এখনও CIBC এর ক্রেডিট কার্ডই ব‍্যাবহার করছি।


Canada’s best student credit cards: http://www.macleans.ca/money/canadas-best-student-credit-cards-2017


৯. ইউনিভার্সিটির ফর্মালিটিঃ

এবার ইউনিভার্সিটির ফর্মালিটি সেরে ফেলার পালা। এই কাজে আপনাকে সাহায‍্য করার কথা আপনার প্রফেসরের। সাধারনত রেজিস্ট্রেশন, আই.ডি কার্ড আর পে-রোলের কিছু ফর্মালিটি সারতে হয়। আপনি আপনার পাসপোর্ট, স্টাডি পারমিট, ভর্তির কাগজ পত্র, সিন নাম্বার আর ব‍্যাংক থেকে পাওয়া ভয়েড চেক নিয়ে গিয়ে সেরে ফেলুন ইউনিভার্সিটির যাবতীয় ফর্মালিটি।


১০. হেলথ ইন্সুরেন্সঃ

সিন নাম্বার পাবার পর এপ্লাই করতে পারেন কানাডার হেলথ বেনিফিট কার্ডের জন‍্য। http://www.cic.gc.ca/english/newcomers/after-health.asp এই লিংকে যান, আপনার প্রোভিন্সের হেলথ কার্ড সার্ভিসে ফোন করুন, প্রয়োজনীয় তথ‍্য দিন (সিন, স্টাডি পারমিট নাম্বার ইত‍্যাদি)। প্রোভিন্স টু প্রোভিন্স আলাদা হতে পারে তবে আমার ক্ষেত্রে তারা একটা ফর্ম ফ‍্যাক্স করে পাঠিয়েছিল, আমি পূরন করে, ভার্সিটির এইচ আর কে দিয়ে ভেরিফাই করে ফিরতি ফ‍্যাক্সে পাঠিয়েছিলাম। ১০-১৫ দিনের মাঝেই কার্ড পেয়ে গিয়েছিলাম বাই পোস্ট।


গভর্নমেন্ট ইন্সুরেন্স ছাড়াও আপনার ইউনিভার্সিটি আপনাকে এডিশনাল হেলথ ইন্সুরেন্স অফার করতে পারে। চাইলে সেটাও নিতে পারেন, এডিশনাল ইন্সুরেন্স সাধারনত দাত, চোখ আর মেডিসিন কভার করে যেটা গভর্নমেন্ট ইন্সুরেন্স করেনা। এডিশনাল ইন্সুরেন্সে কি কি কভার করে তা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন। সাধারনত বছরে একটা করে ডেন্টাল চেক-আপ, আই চেক-আপ আর চশমা/সানগ্লাস কিনতে পারবেন, চাইলে তা ইউজ করতে পারেন।


১১. ফোন প্ল‍্যান/সিম কার্ড:

ফোন আপনি কেমন ব‍্যাবহার করবেন তার উপর নির্ভর করছে আপনার জন‍্য কোন প্ল‍্যান উপযোগী। তবে যাই করেন না কেন কানাডার প্রিপেইড মোবাইল ফোন প্ল‍্যান- পৃথিবী অন‍্যতম বাজে প্ল‍্যান… উচ্চ কলরেট/এস.এম.এস রেট, ইনকামিং চার্জ, স্বল্পমেয়াদ, এক্সপেনসিভ ডাটা প্ল‍্যান সবমিলিয়ে খুব একটা সুখকর না। আমি আমার নিজের কথা বলি- আমি সাধারনত ওয়াই ফাই এর উপর পুরোপুরি নির্ভরশীল- কথা বলি সাধারনত স্কাইপ, ফেস টাইম আর হোয়াটস্ এপে। মোবাইলটা শুধু ইমার্জেন্সীর জন‍্য। কিন্তু শুধু চালু রাখার জন‍্যই ভার্জিন মোবাইলে মাসে মাসে ১৫ ডলার করে গুনতে হয়, সাথে উচ্চ কলরেট। প্রায় সব অপারেটরের অবস্থাই মোটামুটি একই রকম। তবে কিছুদিন আগে একটা "মন্দের ভালো” একটা অপারেটর খুঁজে পেয়েছি… Seven Eleven Speakout (http://www.speakout7eleven.ca)। ২৫ ডলার রিচার্জে ১ বছর মেয়াদ, কলরেট তুলনামূলক অনেক কম, কানাডা ওয়াইড নেটওয়ার্ক। সিমের অর্ডার দিয়ে দিয়েছি, এই মাসেই সুইচ করব।সস্তায় মান্থলি প্ল‍্যানের জন‍্য ChatR এর প্ল‍্যানগুলো বেশ ভালো (http://www.chatrwireless.com/web/chatr.portal?_nfpb=true&_pageLabel=PlanBrowse)।


২৫ ড./মান্থের প্ল‍্যান এবং তার উপরের প্ল‍্যানগুলোতে ইন্টারন‍্যাশনাল টক সেভার অপশন আছে, যার মাধ‍্যমে আপনি দেশে ৩ সেন্ট/মিনিট হিসেবে কথা বলতে পারবেন, ফলে কোন বাড়তি ভিওআইপি খরচ লাগবেনা, কোন ওয়াইফাই/ওয়ারলেস ডেটা সার্ভিসের কভারেজেও থাকতে হবেনা। এদের ডেটা প্ল‍্যানও তুলনামূলক সস্তা।

ইন্টারনেট থাকলেও দেশে মাঝে মধ‍্যে সরাসরি ফোনে কল দিতে হয়। সেজন‍্য প্রচুর ভিওআইপি সার্ভিস পাবেন। আমি ইউজ করি রেবটেল (http://www.rebtel.com)। বাংলাদেশে কল দিলে মিনিটে চার সেন্ট করে চার্জ করে। তবে এদের আকর্ষনীয় ফিচার হল লোকাল একসেস নাম্বার ফিচার। কখনও ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে থেকে দেশে কল করতে হলে আপনি এই ফিচার ইউজ করে আপনার ফোনের ব‍্যালেন্সের লোকাল কল রেটে+রেবটেলের ৪ সেন্ট খরচ করে ইন্টারন‍্যাশনাল কল করতে পারবেন। রেবটেলের সার্ভিসেও সাইন আপ রেফারেল বোনাস পাবেন। http://w.reb.tl/k6.c.cf.dtqv আমার এই রেফারেল লিংক ইউজ করে সাইন আপ করলে+মিনিমাম এক ডলারের ক্রেডিট কিনলে পাঁচ ডলার ওয়েলকাম বোনাস ক্রেডিট হিসেবে পাবেন।


Setu Haque আপু দেশে ফোন দেবার একটা ভাল অপশন জানালেন। Fido ইউজ করলে মান্থলি ৫ ডলারের একটা এড অন কিনে ২সেন্ট/মিনিটে দেশে কল করা যায়। Akm Fayazul Kabir ভাই Voipbalzer এর খোঁজ দিলেন। ১সেন্ট/মিনিট, নো কানেকশন ফি অর আদার চার্জেস।


Masum Chowdhury ভাই রেফার্ড ttag (https://www.ttag.ca/en/iloveit/4607002). আনলিমিডেট ভেলিডিটি, সাইন আপ বোনাস ২ ডলার, ২.২ সেন্টস্/মিনিট। আর কানাডা আমেরিকার মধ‍্যে কথা বলার জন‍্য গুগল হ‍্যাংআউট এপ’টা স্মার্টফোনে নামিয়ে নিন। আমেরিকা/কানাডায় আনলিমিটেড ফ্রি কল করতে পারবেন। অনলাইন ব‍্যাংকিং, ক্রেডিট কার্ড ইনকোয়ারী বা এই ধরনের বিভিন্ন ফোন নির্ভর সার্ভিসের জন‍্য বেশ কাজের জিনিস।


১২. ফটো আইডি কার্ড:

এই দেশে বিভিন্ন কাজে গভর্নমেন্ট ইস‍্যুড ফটো আই.ডি দেখাতে হয় (যেমন: ডমেস্টিক ফ্লাইটে যাতায়াতের সময়)। আমাদের প্রি-ডিফল্ট ফটো আইডি হল আমাদের পাসপোর্ট কিন্তু পাসপোর্ট সবসময় ক‍্যারি করাটা খুব একটা সুবিধা জনক না। গভর্নমেন্ট ইস‍্যুড ফটো আই.ডি হিসেবে কানাডিয়ান ড্রাইভিং লাইসেন্স গ্রহনযোগ‍্য আর যারা কানাডিয়ান ড্রাইভিং লাইসেন্স নিবেন না তারা প্রোভিন্সিয়াল ফটো আই.ডি কার্ড করে নিতে পারেন। (https://en.wikipedia.org/wiki/Canadian_Provincial_and_Territorial_Photo_Cards)


এই তো… আপনি এখন মোটামুটি সেট আপ।।। নাউ ইনজয় এন্ড হ‍্যাভ এ‍‍ ভেরী গুড লাইফ ইন কানাডা।


বোনাস টিপস্: মাইক্রোসফট্ বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন‍্য অফিস ৩৬৫ এর ফ্রী সাবস্ক্রীপশন অফার করছে। https://products.office.com/en-us/student/office-in-education এই লিংকে গিয়ে আপনার ইউনিভার্সিটির মেইল আইডি দিয়ে চেক করে দেখুন আপনি এলিজিবল কিনা। বেশীরভাগ ইউনিভার্সিটিই এলিজিবল। এলিজিবল হলে নামিয়ে নিতে পারেন অফিস ৩৬৫ এর লাইসেন্সড কপি ফর ফ্রী।


আরো বোনাস খুজতেছেন?


Student discounts 2019: The ultimate guide to discounts across Canada

https://globalnews.ca/news/5825325/student-discounts-2019