Study Permit and TRV Extension within Canada

This document is originally written by Md. Mohosin Rana, PhD Student, Biomedical Engineering (University of Calgary).


Year of Publication: 2019


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.



স্টাডি পারমিট এক্সটেনশন (Study Permit Extension in Canada)

কানাডা তে আসার ৪/৫ মাসের মাথায় যখন পাসপোর্ট রিনিউ করানো আর স্টাডি পারমিট এক্সটেনশন করানোর প্যাঁরা নিতে হয়, তখন সবকিছুই তেঁতো মনে হয়। আমার মতো যারা হতভাগা, তারাই কেবল এর দুঃখ টা বুঝবে। তবে আমার সাজেশন (কিংবা এডভাইস যেভাবেই নেন না কেন) থাকবে সর্বচ্চ চেষ্টা করবেন দেশ থেকে অন্তত পাসপোর্ট টা রিনিউ করে নিয়ে আসার, তা না হলে টাকা আর শান্তি দুইটাই যাবে (অন্তত কিছুদিনের জন্যে হলেও যে তা হবে এ ব্যপারে নিশ্চিত থাকতে পারেন)। তাই এই বোকামি ভুলেও করবেন না।


পাসপোর্ট রিনিউ করানোর প্রসেস নিয়ে অন্যসময় আলোচনা করবো, আপাতত স্টাডি পারমিট এক্সটেনশন নিয়েই আলাপ করি।


কানাডা থেকে স্টাডি পারমিট এক্সটেনশন করার ওয়ে হচ্ছে দুইটি, এক, অনলাইনে আবেদন; দুই, পেপার সাবমিশন। তবে আমার পরামর্শ হচ্ছে অনলাইনে আবেদন করা, কারণ এতে প্যাঁচাল কম, আর সময় ও অনেক কম লাগে (প্রসেসিং টাইম ও কম; অনলাইনঃ ৩২-৪৫ দিন, পেপারঃ ৬০-৮০ দিন; যদিও এই টাইম টা ভ্যারি করে)।


অনলাইনে আবেদনের প্রসেসঃ


স্টেপ ১ – অনলাইনে আবেদন করার জন্যে পূর্বে খোলা GCKey একাউন্টে গিয়ে অথবা নিচের লিঙ্কে গিয়ে এলিজিবিলিটি চেক করতে হবে।


লিঙ্কঃ https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/come-canada-tool.html


এলিজিবিলিটি চেকের পেজ টার একটা স্যাম্পল এখানে এটাচ করে দিলাম সবার সুবিধার জন্যে। 

স্টেপ ২ – “চেক ইউর ইলিজিবিলিটি” এই অপশনে ক্লিক করলে নিচের পেজটা আসবে যেখানে অনেক গুলো প্রশ্নের উত্তর দিতে হবে।


এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে “স্টুডেন্ট”, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আপনার প্রোগ্রামের ডিউরেশনের উপর ভিত্তি করে, তৃতীয় প্রশ্নের উত্তর হবে “বাংলাদেশ” (আপনি কানাডা থেকে পাসপোর্ট রিনিউ করলেও একই উত্তর হবে), চতুর্থ প্রশ্নের উত্তর হবে “কানাডা”, এর পরের প্রশ্নের উত্তর টা আসলে ক্ষেত্র বিশেষে ভিন্ন হবে, যেমন আমার ক্ষেত্রে উত্তর ছিল “নো”, সবশেষে আপনার জন্মতারিখের তথ্য দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।


স্টেপ ৩ – উপরের প্রশ্নউত্তর পর্ব শেষ করলে নিচের স্ক্রিন টি আসবে, এখানে আপনি “স্টাডি পারমিট (ইন কানাডা)” এই অপশনে “কন্টিনিউ” ত্বে ক্লিক করলে আপনাকে ডকুমেন্ট চেকলিস্ট দেখাবে।


স্টেপ ৪ – এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফো আসবে, সেটা হল রেফারেন্স কোড, যেটা নিয়ে রাখলে পরবর্তীতে এই এপ্লিকেশনটা রিজিউম করতে গেলে এটা চাইবে। আর একটা এপ্লিকেশন খোলার পর ৬০ দিন পর্যন্ত সময় থাকে ওটা রিজিউম করার, এর পর ইনভেলিড হয়ে যায়। আর অবশ্যই একটার বেশী এপ্লিকেশন ওপেন করা উচিত না। আর করে থাকলেও তা কেনসেল করে দেয়া উচিত।


এবার এই স্টাডি পারমিট এর এপ্লিকেশনে ঢুকলে আবার কিছু প্রশ্ন আসবে, যেগুলোর পর্যায়ক্রমে উত্তর দিতে হবে। তাঁর মাঝে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এক, ওয়ার্ক পারমিট চান কিনা, দুই, বিগত ১২ মাসের মধ্যে IRCC এপ্রুভড ফিজিশিয়ান দিয়ে মেডিক্যাল টেস্ট করানো হয়েছে কিনা। এর মাঝে প্রথম প্রশ্নের উত্তর সাধারণত “নো” দিতে হয়, অন্যথা আপনার রিকোয়ারড ডকুমেন্ট লিস্টে তার জন্যে ডকুমেন্ট দেখাতে হবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর “ইয়েস” দিতে হবে, আর তাঁর জন্যে যে ডকুমেন্ট চাইবে পরবর্তীতে, সেখানে আপফ্রন্ট মেডিক্যাল যারা করেছেন তারা eMedical Form টা দিবেন, আর যারা পরে মেডিক্যাল করেছেন, তারা যেই মেডিক্যাল রিকোয়েস্ট ফর্ম ভিসার জন্যে জমা দিয়েছিলেন, সেটার একটা কপি দিবেন। আপনার পর্যায়ক্রমে দেয়া প্রশ্নগুলোর উপর ভিত্তি করে যে ডকুমেন্ট চেকলিস্ট দিবে তা অনেকটা এরকম হবে,


স্টেপ ৫ – এই স্টেপে আপনি উপরোক্ত ডকুমেন্ট গুলো আপলোড করবেন। আপনি পেমেন্ট টা (C$ 150) কিভাবে দিবেন (ডেবিট না ক্রেডিট কার্ডের মাধ্যমে) সেই কন্সেন্ট টা নিবে। ডকুমেন্ট লিস্টে IMM 5709e ফর্ম টা অনেক টা IMM 1294 এর মতো, তেমন জটিল না। তাই ডিটেল এখানে লিখলাম না। কেউ জানতে চাইলে পোষ্টে কমেন্ট কইরেন, যথাসম্ভব চেষ্টা করবো, উত্তর দেয়ার। লেটার অফ এক্সেপ্টেন্স এর সাথে এনরোলমেন্ট লেটার টাও একই ফাইলে দিয়ে দিয়েন। পাসপোর্টের ক্ষেত্রে আমি যেটা করেছি, একই ফাইলে প্রথমে নতুন পাসপোর্ট দিয়ে এরপর পুরনো টাও যোগ করে দিয়েছি। প্রুফ অফ ফাইনান্সিয়াল সাপোর্টে ফুল ফান্ডেড যারা, তারা ফান্ডিং লেটার, ব্যাংক স্টেটমেন্ট পেপার, আর সম্ভব হলে পেচেক গুলোও একই ফাইলে যুক্ত করে দিয়েন। আর সেলফ ফান্ডেড বা পারশিয়াল ফান্ডেড দের জন্যে নিজের/স্পন্সরের ফাইনান্সিয়াল সাপোর্ট এর ডকুমেন্ট দেখাতে হবে (যতদূর আমি জানি)। একটা ডিজিটাল ফটো আর মেডিক্যাল এর প্রুফ এর ডকুমেন্ট আপলোড করে “নেক্সট” বাটনে ক্লিক করলে ওরা আপনার কাছ থেকে পেমেন্টের কন্সেন্ট টা আবার নিবে। এরপর একটা পেজ আসবে যেখানে আপনার পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। সব শেষে সাবমিট করলে আপনাকে কনফারমেশন নোটিফিকেশন দেখাবে, এবং আপনার মেইলেও একটা মেইল যাবে।


[ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে অবশ্যই ফাইল সাইজ ৪ মেগাবাইটের মাঝে রাখতে হবে।]


এইতো...সাবমিশন হয়ে গেলে এবার অপেক্ষার পালা...


চেষ্টা করেছি, সিমপ্লিফাইড ওয়েতে প্রসেসটা তুলে ধরা, যেন পেনিক না হয়ে শান্তভাবে করা যায়। আর আমার প্রফেসর একটা কথা বলেছিল আমাকে, যারা একবার কানাডায় ঢুকে, খুব সিরিয়াস কোন অকারেন্স না করলে তাদের বের করে দেয়ার সম্ভাবনা খুবই নগণ্য। তাই এপ্লিকেশন সাবমিট করে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার কোন অতিরিক্ত তথ্য যদি ওরা নিতে চায়, আপনাকে মেইল করে জানতে চাইবে। আপনার এপ্লিকেশন রিজেকশন করবে না। তাই অযথা টেনশন মাথায় না নিয়ে কানাডার লাইফ এঞ্জয় করেন।


সবার জন্যে শুভ কামনা।



Some important links:

1. Study Permit Extension from Canada:

https://students.ubc.ca/international-student-guide/immigration/study-permits/extend-study-permit/tutorial-extend-study-permit-within-canada-overview


2. TRV Extension from Canada:

https://students.ubc.ca/international-student-guide/immigration/about-temporary-resident-visa-trv


3. Amending your immigration documents:

https://students.ubc.ca/international-student-guide/immigration/study-permits/amend-study-permit-within-canada


4. What if you lost any immigration document?

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application/application-forms-guides/application-verification-status-replacement-immigration-document.html