Graduate Studies
Business and Related Studies

This document is originally written by Rakib Hussain, MA in Communications (Mount Saint Vincent University).


Year of Publication: 2018


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.



যারা দেশে বিবিএ পড়ে তাদের জন্যে ভার্সিটি লাইফ যত মজার আর চাকরি পাওয়া যত সোজা, বাইরে মাস্টার্স করতে যাওয়া ততই কঠিন। এর বেশ কয়চারটা কারণ আছে। প্রথমত, আমরা ৪০/৫০টা কোর্স করি ঠিকই কিন্তু কিছুই শিখি না! জাস্ট বইয়ের কয়টা চ্যাপ্টার গিলে পরীক্ষা দেই। দ্বিতীয়ত, এইখানে ইন ডেপথ কিছু পড়ানো হয় না জাস্ট কর্পোরেট স্টাইলে চাপাবাজি শিখানো হয় (একটা দুইটা টীচারের কোর্স বাদে যেইগুলা লাইফ চেঞ্জার) আর তৃতীয়ত, থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট যেইটা করতে বলা হয় এইটা মূলত রিসার্চের ‘র’ ও না, পুরাই ভাঁওতাবাজি। সো সব মিলায়ে একজন টিপিক্যাল বিবিএ এর স্টুডেন্ট যখন বাইরে হাইয়ার স্টাডির জন্যে অ্যাপ্লাই করতে যায় তখন রিকোয়্যারমেন্ট, সাবজেক্ট চয়েস, ইউনিভার্সিটি সিলেকশান, প্রিপারেশান এইসব কিছু গুলায়ে ফেলে। একটু চালাক যারা, তারা হাইয়ার স্টাডি গ্রুপ খুঁজে, ব্লগ ফোরাম ঘাঁটে, ইউনিভার্সিটিতে মেইল দেয়, আইইএলটিএস এর প্রিপারেশান নেয়। আর বলদ গুলা এজেন্সির “স্কলারশিপ নিয়ে কানাডায় পড়াশুনা” পোস্টে গিয়ে কমেন্ট করে”।


এই পোস্ট মূলত বিবিএ পড়ুয়া অথবা গ্রাজুয়েটদের জন্যে আমার অভিজ্ঞতালব্ধ গাইডলাইন। আপনি যদি একটু চালাক গ্রুপে পড়েন, নিজে নিজে এপ্লাই করার তেল থাকে, কষ্ট করার নিয়ত থাকে আর বাপের টাকা অপচয় করে শয়তানের ভাই হইতে আপত্তি থাকে তাইলে এই পোস্ট আপনার জন্যে। আর আপনি যদি “সার্চ দ্য এজেন্সি” গ্রুপে পড়েন তাইলে আগে বাইড়া টেম্পু নেন, এই জিনিস আপনার জন্যে না!


তাইলে শুরু করা যাক?

প্রথমেই বলে রাখি যে আমি আপনি যা পড়সি সব ছাতার মাথা! আমাদের বিবিএ রে কানাডিয়ান ইউনিভার্সিটি জাস্ট একটা বিজনেস ব্যাচেলর হিসেবে কাউন্ট করবে, আর কিছুই না। আপনি কি মেজর নিসেন, কি মাইনর নিসেন, এইগুলা কোন কিছুই ম্যাটার করবে না। অনেকগুলা ড্রব্যাক থাকার পরেও এইখানে আমাদের স্ট্রেন্থ, আমরা মোটামুটি বিজনেস/আর্টস/সোশ্যাল সায়েন্সের যেকোন সাবজেক্টে ট্রাই দিতে পারি কিছু শর্তসাপেক্ষে। বিবিএ গ্রাজুয়েটদের জন্যে সাবজেক্টের ভ্যারিয়েশনটা অনেকখানি এইরকমঃ


১। প্রফেশনাল মাস্টার্সঃ এইগুলা মূলত ১৬ মাসের বা ১ বছরের মাস্টার্স কোর্স। পুরাটাই কোর্সওয়ার্ক, শেষের দিকে কো-অপ ইন্টার্নশীপ অথবা প্রজেক্ট করতে হয়। যেমন সিমন ফ্রেশার ইউনিভার্সিটির মাস্টার্স ইন পাবলিশিং প্রোগ্রাম হচ্ছে বেসিক্যালি যারা প্রিন্ট অ্যাডভার্টাইজিং নিজে কাজ করসে তাদের জন্যে। অথবা সেইন্ট ম্যারিজ ইউনিভার্সিটির মাস্টার্স অফ ফাইন্যান্স যেইটা পড়ে আপনি সিএফএ লেভেল ওয়ান পরীক্ষা দিতে পারবেন।


এইসব প্রোগ্রামের ভর্তির জন্যে মূলত আপনার আন্ডারগ্রাড সিজিপিএ দেখা হবে না তেমন। কিন্তু ফোকাস করা হবে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের উপরে আর এই এরিয়াতে আপনার এক্সপার্টিজের উপরে। যেমন এসএফইউ এর মাস্টার্স ইন পাব্লিশিং এ ভর্তি হইতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইনিং, কপিরাইটিং, বিজনেস আর অ্যাকাউণ্টিং এর প্রফেশনাল নলেজ প্রুফ করতে হবে। এইগুলার টিউশান ফী মডারেট (ফুল প্রোগ্রাম ৩০-৪০ হাজার কানাডিয়ান ডলারের কাছাকাছি ইউনিভার্সিটি ভেদে)


২। এমবিএঃ এইটা নিয়ে অলরেডি বিস্তারিত একটা নোট দেয়া আছে। আমি জাস্ট একটা ব্রিফ দেই। কানাডার এমবিএ (ভাল ইউনির) ঢাকা ভার্সিটির ইভিনিং এমবিএ না যে জাস্ট মাত্র বিবিএ শেষ করসেন আর লাফ দিয়ে এমবিএ শুরু করে দিবেন। ফার্স্ট ওয়ার্ল্ডে এমবিএ একটা প্রফেশনাল কোয়ালিফিকেশান যার মানে হইসে এইখানে ভর্তির জন্যে আপনাকে সেই লেভেলের চীজ হইতে হবে ইন টার্মস অফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, ইংলিশ প্রফিশিয়েন্সি আর ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড (জিম্যাট) এ। সো আপনার যদি তিন বছর বা তার বেশি ওয়ার্ক এক্সপেরিয়েন্স না থাকে, জিম্যাটে ৬৫০ এর উপরে তোলার যোগ্যতা না থাকে আর সবচাইতে বড় জিনিস, ব্যাঙ্কে লিগাল ও ট্যাক্স পেইড ৮০লাখ-১ কোটি টাকা না থাকে তাইলে টপ থ্রি/ফোর AACSB অ্যাক্রেডিটেড বিজনেস স্কুলের এমবিএ এর কথা মাথায় না আনাই ভাল। জিম্যাটে ৭২০+ আর আইইএলটিএস এ ৮+ তুলতে পারলে অবশ্য অন্য কথা! ইন দ্যাট কেইস ফান্ড পাওয়া যাইতেও পারে।


কিছু দারুল ইহসান ইউনিভার্সিটি অফ কানাডা আপনাকে হয়ত কোন কোয়ালিফিকেশান ছাড়াই এমবিএ দিবে একগাদা টাকার বিনিয়ময়ে বাট বেস্ট অফ লাক ফর ক্যারিয়ার হান্টিং উইথ দ্যাট!! (নোটঃ ইউএসএ তে সীনারীও একটু ডিফরেন্ট। সেইখানে আরো রিল্যাক্সড ক্রাইটেরিয়ায় ফুলফান্ডেড এমবিএ তে চান্স পাওয়া সম্ভব)


Business Schools, MBA, and Funding

Link: www.pbscu.ca/business-schools-and-mba.html


MBA - Rotman School of Management

Link: www.pbscu.ca/mba-rotman.html


৩। একাডেমিক বিজনেস মাস্টার্সঃ এইগুলা হইতে পারে আপনার টার্গেট যদি টাকা পয়সা একটু কম থাকে আর ফান্ডিং পাওয়ার ইচ্ছা থাকে। এইগুলা বেসিক্যালি ৩০-৪০% কোর্স আর বাকিটা থিসিস বেইজড। যেমন ইউনিভার্সিটি অফ রেইনা/ইউনিভার্সিটি অফ লেথব্রিজ/মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডের এমএসসি ইন ম্যানেজমেন্ট প্রগ্রামস। এইগুলার টিউশান ফী অবিশ্বাস্যরকমের কম (১২,০০০-২০,০০০ কানাডিয়ান ডলারের মধ্যে বেশিরভাগই) প্লাস ফান্ডিং পাওয়ার চান্স অনেক। কিন্তু এইখানে চান্স পাওয়াও একটা হ্যাপার ব্যাপার। আপনার সিজিপিএ দেখবে, রিসার্চ এক্সপেরিয়েন্স দেখবে আর দেখবে জিআরই/জিম্যাট স্কোর কেমন। প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকলে ভাল, না থাকলেও ক্ষতি নাই। সবচাইতে বড় কথা হচ্ছে প্রফেসর ম্যানেজ করতে হবে। আর এইখানে প্রফেসর পটাইতে হলে রিসার্চ এক্সপেরিয়েন্সের উপরে কিছু নাই! প্রফেসর পটাইতে কিভাবে হবে সেইটার বিস্তারিত বয়ান দিচ্ছি নেক্সট সেকশানে।


৪। সেক্টর সুইচ (আর্টস/সোশ্যাল সায়েন্স): যারা কর্পোরেট আর বিজনেস পড়তে গিয়ে বিরক্ত হয়ে গেছেন অথবা বিজনেসের একটা খুবই স্পেসিফিক সাবজেক্টে ইন ডেপথ নলেজ নিতে চান পরে ঐ সাবজেক্টে পিএইচডি করার জন্যে, এইটা খুব কার্যকরী একটা জিনিস। ফর এক্সাম্পলঃ আমার খুব তেল অ্যাডভার্টাইজিং/ অ্যাপ্লাইড মার্কেটিং এর উপরে পিইচডি করার জন্যে। এখন বিবিএ পড়সি ফাইন্যান্স মেজর নিয়ে, অ্যাডভার্টাইজিং এর জন্যে যেই বেসিক জিনিস দরকার (হিউম্যান কমিউনিকেশান/কগনিশান/মিডিয়া স্টাডিজ) এইগুলা তো জানি না। সো আমি মাস্টার্স করতেসি কমিউনিকেশানে আর একদম সেইটাই শিখতেসি যা দরকার। যেমন আমার ইদানিং শখ হইসে অ্যাডভার্টাইজিং এ হিউমার আর মেটাফোর নিয়ে কাজ করার। থিসিস এইটার উপরেই করতে পারি। অথবা, যার কনজিউমার বিহেভিয়ার নিয়ে পড়ার ইচ্ছা, সে চলে আসতে পারে সাইকোলজি পড়তে। আবার অ্যাডভার্টাইজিং এর লিঙ্গুইস্টিক নিয়ে জানার ইচ্ছা থাকলে লিঙ্গুইস্টিক পড়তে পারেন (সেমান্টিক্স/সেমিওটিক্স টাইপ জিনিস শিখার জন্যে)। এইগুলা বেসিক্যালি আঁতলামি মার্কা জিনিস যেইগুলা কাজে দেয় আপনি যদি পিওর একাডেমিক লাইনে যাইতে চান। চালাকি হচ্ছে স্লাইটলি নিজের বিজনেস ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ রেখে চলা যেন পরে চাইলে কর্পোরেটে ঢুইকা যাইতে পারেন! সোশিওলজি নিয়ে না পড়ে যেমন সোশাল ওয়ার্ক চুজ করা যেন নন প্রফিটে, বিভিন্ন এনজিওতে চাকরি পাওয়ার চান্স থাকে। আর যদি কোন স্পেসিফিক সাবজেক্টে তুমুল ইন্টারেস্ট থাকে তাইলে ভিন্ন জিনিস। সেই ক্ষেত্রে যাই পড়েন, ভাল রেজাল্ট করে পিএইচডি করে ফেলেন। সোশিওলজি পড়েন আর ইংলিশে মাস্টার্স/পিএইচডি করেন, ভাতের অভাব হবে না।


সেক্টর চেঞ্জের বিপদ হইসে যে অ্যাডমিশান কমিটি বিশ্বাস করতেই চাবে না আপনি কাবিল মানুষ। প্লাস ওই সেক্টরের অনেক কাবিল মানুষ কম্পিট করবে। আপনারে জীবন বাজি রেখে প্রমাণ করতে হবে যে আপনি অ্যাডমিশানের যোগ্য ওই সাবজেক্টে। সো এমন সাবজেক্ট চুজ কইরেন যেইটাতে আপনার রিয়েলি ইন্টারেস্ট আছে। এইসব সাবজেক্টে টিউশান একদমই কম দেইখা অ্যাপ্লাই কইরেন না নিজের যোগ্যতা যাচাই না করে! চান্স পাবেন না, চামে দিয়ে পায়া গেলেও তেল বাইর হয়ে যাবে। এইসব সাবজেক্টের জন্যে আইইএলটিএস সাড়ে সাত সেইফ, জিআরই লাগে না বলতে গেলে। রিসার্চ এক্সপেরিয়েন্স থাকলে খুবই ভাল, না থাকলে প্রমাণ করতে হবে যে আপনি রিসার্চ পারেন। আর এইটা প্রমাণ করতে হবে এইদার প্রফেসরের কাছে অথবা আপনার স্টেটমেন্ট অফ পারপাস দিয়ে।


ট্রিকটা আগেই বলে দিসি। আপনার সব বিষয়ে ইন্টারেস্ট থাকা একটা উইয়ার্ড জিনিস। একটা না একটা স্পেসিফিক জিনিসে ইন্টারেস্ট থাকে সবার। সেইটার উপর জোর দেন। সেই জিনিস নিয়ে স্টাডি করেন। এইচআর মেজর হইলে সাইকলজির জিনিস, মার্কেটিং মেজর হইলে কমিউনিকেশানের জিনিস ইত্যাদি ইত্যাদি।


গেল সাবজেক্ট এর ভ্যারিয়েশান। এইবার চলেন দেখি আপনার বেসিক যোগ্যতা আর ডকুমেন্ট কি কি লাগবে, মানে যেইগুলা ছাড়া আপনার হবেই নাঃ


১। আইইএলটিসঃ এইটা নিয়ে মিয়া কম কাহিনী অয় নাই গ্রুপে। বেশিরভাগ দালালের বাচ্চা বলে আইইএলটিএস এ ৬ থাকলেই হয়। ইউনিভার্সিটি বলে আইইএলটিএস এ সাড়ে ছয় থাকলেই হয়। এইবার একটু কাছে আসেন ভাই, দুইটা জিনিস বলি! আপনার মত অনেক কুতুব অ্যাপ্লাই করবে প্রোগ্রামে সাড়ে ছয় ওয়ালা। আপনি যদি সাত তুলতে না পারেন, অ্যাডমিশান টেঁসে যাইতে পারে। সবচাইতে বস্তি যেই জিনিসটা হইতে পারেঃ আপনারে বলবে ইএসএল করতে (টেকাটুকাওয়ালাদের প্রোগ্রাম) মোদ্দা কথাঃ বিজনেস/আর্টস পড়তে যাইতেসেন, মিনিমাম সাত তুলতে হবে। বেশি হইলে আরো ভালো।


২। ওয়ার্ক এক্সপেরিয়েন্সঃ এমবিএ আর প্রফেশনাল মাস্টার্সের জন্যে মাস্ট। একাডেমিক বিজনেস প্রোগ্রামের জন্যে থাকলে জোস। কারণ আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করলে আপনার রিয়েল লাইফ ভিউ থাকবে যেইটা আপনি রিসার্চ প্রজেক্টে/ কোঅপে অ্যাপ্লাই করতে পারবেন। সোশাল সায়েন্স/আর্টসের জন্যে দরকার নাই কিন্তু যদি কিছু সফট স্কিল দেখাইতে পারেন কাজের থ্রুতে, নট ব্যাড ফর প্রোফাইল।


৩। জিম্যাট/জিআরইঃ এমবিএ করার শখ আর জিম্যাট/জিআরই দিবেন না, তাইলে ফুটেন! মিনিমাম ৬০০। ভাল জাতের এমবিএতে ৬৫০+ হাই লেভেলের জন্যে ৭২০+।

মাস্টার্সের জন্যে জিআরই এক্সেপ্ট করে। স্কোর যদি ৩১০ এর কাছাকাছি হয় তাইলে লোয়ার-মিড লেভেল ইউনির জন্যে পারফেক্ট। কানাডায় জিআরই লাগতে নাও পারে, কিন্তু প্রফাইল ভারি থাকলেই বেটার।


৪। রিসার্চ এক্সপেরিয়েন্সঃ এইটা একটু কমপ্লিকেটেড। আমাদের বিবিএ তে রিসার্চ তেমন হয় না বললেই হয়। আপনি দুইটা জিনিস করতে পারেন এই সেক্টর ইম্প্রুভ করতে। প্রথমত, যেই থিসিস/ইন্টার্নশীপ রিপোর্ট করসেন সেইটা ভাল করে টীচারের কোলাবরেশানে আপডেট করেন, করে ট্রাই করেন পাব্লিশ করতে একটা ভাল জার্নালে/কনফারেন্সে। দ্বিতীয়ত, এই মুহুর্তে যাই করেন ট্রাই কইরেন নিজের একটা পেপার লিখার জন্যে। আইডিয়া পাবার জন্যে গুগল স্কলারের চাইতে বেস্ট জিনিস আর কিছুই নাই। নিজের ইন্টারেস্টের টপিক লিখে সার্চ দেন, হাজারে হাজারে পেপার পাবেন। পড়েন এইগুলা, পড়ে পড়ে আইডিয়া নেন। এইরকম পেপার পড়তে পড়তেই আপনার রিসার্চ ওয়ার্ক, রিসার্চ মেথড এইগুলার উপরে আইডিয়া হয়ে যাবে। তখন আপনার এক্সপেরিয়েন্স না থাকুক, এটলিস্ট প্রফেসরকে মেইল করার সময়ে একটা ভাইব দিতে পারবেন যে আপনি কিছু হলেও জানেন। এইটা অনেক বড় পজিটিভ একটা জিনিস।


৫। স্টেটমেন্ট অফ পারপাসঃ এইটা হইসে আপনি কেন এই প্রোগ্রামটাই পড়তে চান সেইটার একটা সামারি। ইউজুয়ালি এইখানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার স্বপ্ন/ভিশন, কেন এই প্রোগ্রামে পড়তে চান, এই প্রোগ্রামে পড়ে কিভাবে আপনার ভিশান আপনি চেজ করতে পারবেন, কেন এই ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামেই আসতে চাচ্ছেন, ফিউচারে সোসাইটি/কান্ট্রি/কমিউনিটিতে আপনার কন্ট্রিবিউশান কি হবে এইসব লিখতে হবে এইখানে। এইটাকে বলা হয় সবচাইতে ইম্পরট্যান্ট জিনিস গ্রাজুয়েট অ্যাডমিশানের জন্যে। আপনার অনেক কোয়ালিফিকেশান ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া মীট না করলেও একটা কিক-অ্যাস স্টেটমেন্ট অফ পারপাস দিয়ে অ্যাডমিশান পায়া যাইতে পারেন।


৬। সিভিঃ এইটা নিয়ে কিছু তেমন বলার নাই। এমবিএ এর জন্যে সিভিতে প্রেফারেন্স দিতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আর এক্সট্রা কারিকুলার/প্রফেশনাল এক্সপেরিয়েন্স। একাডেমিক এর জন্যে প্রায়োরিটি হবে রিসার্চ ওয়ার্ক আর অ্যাকাডেমিক প্রফাইল। সিভিতে আল্লাহর দোহাই লাগে ছবি দিয়েন না, আপনার চোদ্দ গুষ্টির ইনফো দিয়েন না। সিভি ইজ সিভি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিভির সাথে বিয়ের বায়োডাটা মিলায়ে ফেলে।


৭। রেকমেন্ডেশান লেটারঃ লাস্টে দিসি বলে ভাইবেন না এইটার গুরুত্ব কম। এইটা অনেক ইম্পরট্যান্ট। দেশের মাস্টার্সের মত জাস্ট এমসিকিউ নিয়ে অ্যাডমিশান দেয় না নর্থ আমেরিকান ইউনিভার্সিটিগুলা। আপনার ব্যাচেলর করা ইউনিভার্সিটির সবচাইতে ক্লোজ ফ্যাকাল্টির কাছ থেকে একটা রেকমেন্ডেশান নিবেন আর ওয়ার্কপ্লেস থেকে সুপারভাইজরের কাছ থেকে আরেকটা। রেকমেন্ডেশান লেটার আপনার পার্সোনাল চরিত্র, এথিক্স, ডেডিকেশান, সফট স্কিল এইসব ইন্ডিকেট করে। ভাল দুইটা/তিনটা রেকমেন্ডেশান লেটার আপনার অ্যাডমিশান পাওয়ার প্রবাবিলিটি অনেক বাড়ায়ে দিবে।

সেইং দ্যাট; ফেইসবুকে আবাল/ ডিপ্রেসিভ পোস্ট করা বন্ধ করেন। লিঙ্কডইনে সুশান্ত/সামদানি/সুখন টাইপের মোটিভেশান পোস্ট বাংলায় লিখা বন্ধ করেন। অ্যাডমিশান কমিটি আপনার সোশ্যাল মিডিয়া ফুটপ্রিন্টও চেক করে!


মোটামুটি এইগুলা হচ্ছে রিকোয়্যারড ডকুমেন্ট। এর সাথে আরো কিছু লাগে যেমন আপনার সার্টিফিকেট, অ্যাপ্লিকেশান ফর্ম ইত্যাদি।

এইবার চলেন একটা বিতিকিচ্ছিরি ইস্যু নিয়ে আলোচনা করিঃ

প্রি অ্যাপ্লিকেশান প্রিপারেশান একেএ, “ভাইয়া/আপু, আমি কিচ্ছু জানি না এখনও। আমি কিভাবে প্রিপারেশান নিব?” আপনাদের সুবিধার জন্যে আমি একাডেমিক লেভেলওয়াইজ রিকমেন্ডেড অ্যাকটিভিটিজ ভাগ করে দিলামঃ


#ফার্স্টইয়ারঃ আপনার এখন হাইয়ার স্টাডি নিয়ে মাথায় পটকানোর দরকার নাই। ভার্সিটিতে উঠসেন, চিল করেন, আড্ডা দেন, দরকার হলে প্রেমট্রেম করেন। কিন্তু পড়াশুনা ঠিক রাইখেন। চাকরির জন্যে সিজিপিএ ম্যাটার না করলেও হাইয়ার স্টাডিজে লাগে। সিজিপিএ ঠিক রাখেন, তাইলেই হবে। আর একটা দুইটা ক্লাবে জয়েন করতে পারেন কমিউকনিকেশান স্কিল শিখার জন্যে।


#সেকেন্ডইয়ারঃ এখনো টাইম হয় নাই। কিন্তু চাইলে প্রি-প্রি-প্রিপারেশান স্টার্ট করতে পারেন। গুগল স্কলারে সার্চ করে করে র‍্যান্ডম পেপার দেখেন। পেপারের কোয়ালিটি দেখেন, রিসার্চ মেথডগুলা দেখেন। কোয়ান্টিটেটিভ গুলা বুঝার কথা না, কোয়ালিটেটিভ গুলা দেখেন। দেখে আইডিয়া নেন, একটা দুইটা সাবজেক্টের টার্ম পেপার ঐগুলার মত করে করার ট্রাই করেন (কপি কইরেন না, কপি করলে খবর আছে)। আর জিআরই ওয়ার্ড লিস্ট ডাউনলোড করে একটু একটু করে মেমোরাইজ করেন। সবচাইতে বড় কথা, ক্লাবওয়ার্ক স্টার্ট না করে থাকলে এখন থেকেই স্টার্ট করেন। কম্পিটিশান করেন, বিভিন্ন কনফারেন্স/সিম্পোজিয়ামে যান। নিয়েলসেন টাইপ বিজনেস রিসার্চ অর্গানাইজেশানে অল্প টাকায় সার্ভেয়ার হিসেবে কাজ করেন। টীচারদের সার্ভে ফ্রীতে করে দেন। শুনেন, সার্টিফিকেট মেইন না। প্রফেসররা ঘাস খাওয়া মানুষ না, আপনার ইমেইলের/রিসার্চ প্রপোজালের স্টাইল দেখেই বুঝে নিবে আপনি কি অরিজিনাল মাল নাকি মেইড ইন জিঞ্জিরা মাল!


#থার্ডইয়ারঃ এইবার হইসে টাইম। আপনি জিআরই ওয়ার্ডলিস্টে ফোকাস করেন। এরমধ্যে ২০টা কোর্স করে ফেলসেন তার মানে আপনি বুঝে গেছেন আপনার ইন্টারেস্ট কিসে। ধরেন আপনার মার্কেটিং এ ইন্টারেস্ট, মেজর নিবেন মার্কেটিং। এই কোর্সগুলার উপরে যত রিসার্চ ওয়ার্ক আছে সব ধাম ধাম পড়া শুরু করেন আর আইডিয়া নেন। বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের দেখেন, তাদের রিসার্চ ওয়ার্ক দেখেন। নিজের ভার্সিটির কোন প্রফেসর/টীচার যদি এইসব সেক্টরে রিসার্চ ওয়ার্ক করেন, তাদের পা ধরে লেগে থাকেন কাজ শিখার জন্যে। দরকার হলে মাগনা অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করেন, কিন্তু ট্রাই করেন ম্যানেজ করতে। রিসার্চ এক্সপেরিয়েন্স এইভাবেই শুরু হয়।

আপনার টার্গেট থাকবে রিসার্চে কোর আইডিয়া সিকিওরড করা। টীচারের সাথে কাজ করতে না পারলেও আপনি নিজে নিজে পেপার লিখেন। লিখে ক্যাম্পাসের ফ্যাকাল্টিদের সাথে যোগাযোগ করে রিকোয়েস্ট করেন কিভাবে সেইটা জাতে তুলা যায়। এডিট করেন, আবার করেন, আবার করেন। একটা ভাল কাজ এনাফ আপনার প্রোফাইলকে চাঁদে তুলে দিতে। দশটা কচুর পেপার পাব্লিশ করার চাইতে একটা জাতের পেপার করা অনেক ভাল।


#ফাইনালইয়ারঃ খেলা শুরু! প্রথম সেমিস্টারে জিআরই/জিম্যাট প্রিপারেশান ফাইনাল করে ফেলেন। ফাইনাল সেমিস্টারে ট্রাই করেন জিম্যাট/জিআরই দিয়ে দিতে। এইটার ভ্যালিডিটি পাঁচ বছর থাকে সো নো অরিজ। আইইএলটিএস ট্রাই করেন ফাইনাল ইয়ার সেকেন্ড/থার্ড সেমিস্টারে দিতে।


আগস্ট/সেপ্টেম্বরে আপনি প্রফেসর খোঁজা শুরু করেন। একটা সিস্টেম হল এক্সেল ফাইলে ফার্স্টে ডেটা কালেক্ট করা। মানে ফাইল খুলে প্রফেসরের নাম, ইউনিভার্সিটির নাম, রিসার্চ ইন্টারেস্ট, রিসার্চ ওয়ার্ক এইসব জমাইতে থাকেন আগস্ট মাস ধরে। সেপ্টেম্বরে প্রফেসরকে ইমেইল করা শুরু করেন। আপনার অলরেডি রিসার্চ ওয়ার্ক/এক্সপেরিয়েন্স আছে সো পজিটিভ রেস্পন্স পাওয়া উচিত। যদি না পান, কোন ব্যাপার না। ইন্টার্নশীপ রিপোর্ট কচুমার্কা না করে সুপারভাইজরের সাথে আগে বসেন। বসে বলেন যে আপনি পেপার পাবলিশ করবেন। এই ইন্টার্নশীপ রিপোর্ট/থিসিস দিয়ে আরেকটা পেপার পাব্লিশ করেন। এইবার আবার প্রফেসরদের নেক্সটে নক দেন। আপনার প্রোফাইল অলরেডি বিল্ড আপ, সো কনফিডেন্টলি চালায়ে যান।


#কর্পোরেটপাবলিকঃ ধরেন আপনি উপরের কিছুই করেন নাই, তার মানে হইসে আপনি অলরেডি পিছায়ে আছেন। কিন্তু হাল ছাড়ার কিছু নাই, আমি নিজেও এই ক্যাটাগরিতে পড়সিলাম। কিন্তু আমার হাতে আমার থিসিস পেপার ছিল, ঐটাই ছুঁড়ে মেরেছিলাম, আইইএলটিএস এ আট সহ! মানে হইসে আপনি পিছায়ে আছেন, এইবার ডাবল পরিশ্রম করে আগায়ে আসেন।

আর যদি মনে হয় যে “ভাই, চাকরি করি, চাকরি করে এইসব করা সম্ভব না” তাইলে মুড়ি খান! আপনি হাইয়ার স্টাডিজের যোগ্যতা রাখেন না!! কথা শুনতে তিতা লাগলেও সত্যি। আমি সকালে কাজে ছিলাম, দুপুর আইইএলটিএস দিয়ে বিকালে আবার কাজে গেসি। প্রিপারেশানের সময় ছিল দুই সপ্তাহ, তাও নিজে নিজে নিসি। আমার এসওপি আমি নিজে রাত জেগে তৈরি করসি ছয় মাস ধরে। জিআরই প্রিপারেশান নিসি বাট দেয়া লাগে নাই। নিজের ইণ্টার্নশীপ রিপোর্ট বসে বসে মডিফাই করসি (পাব্লিশ করি নাই এখনো, এখনো মনে হয় এইটা জাতের না!)। যেই কোম্পানিতে কাজ করসি সেই কোম্পানির কাজের জন্যে জান দিয়ে দিসি। প্রতিদিন কেরাণীগঞ্জ থেকে গুলশান অফিস করসি। দরকার হলে উইকএন্ডে কাজ করসি। আমার বস প্রতিদান দিসেন আমার ডেডিকেশানের, ভাল রিকমেন্ডেশান দিয়ে। আমার একাডেমিকের চাইতে এক্সট্রাকারিকুলার বেশি, ইভেন কর্পোরেটে কাজ করা অবস্থায়ও থামাই নাই। এত পেড়া নেয়ার পরে কানাডা আসছি। আমার মত গরু পারলে আপনিও পারবেন, কিন্তু খাটতে হবে, ট্যাকটিক্যালি। অনেস্ট একটা অ্যাডভাইস দেইঃ ফেইসবুকে টাইম একটু কমায়ে ইউনিভার্সিটিগুলার সাইটে টাইম দেন এই কয় দিন। অফিস থেকে আসার পরে ডেইলি এক ঘন্টা রিসার্চ করেন ইউনিভার্সিটি নিয়ে।


#কর্পোরেটকুঁইড়াপাব্লিকঃ এরা হইসেন জাস্ট মাস্টার্স করবেন কিন্তু পরিশ্রম করবেন না ক্যাটাগরির! অলরেডি কর্পোরেট ঢুইকা জীবনের উপর হতাশা চলে আসছে। এখন তালে আছেন বিদেশ গিয়ে কেমনে কামলা দেয়া যায়। যেহেতু ইনারা আগেই কিছু করেন নাই, এখনো কষ্ট করার ইচ্ছা নাই এবং শর্টকাটের বান্দা, তাই এরাই মেইনলি দালাল এবং এজেন্সির টার্গেট হয়! আপনার জন্যে ভাই উপরের সব কয়টা ক্যাটাগরি বাদ। আপনি জাস্ট আল্লাহর দোহাই লাগে ইউনিভার্সিটিতে সেন্ট্রালি অ্যাপ্লাই করেন সব ডকুমেন্ট সহ। দালাল টালাল ধইরেন না। টাকা দিবেন ইউনিভার্সিটিতে, কোর্স করবেন, কিচ্ছা শেষ। আপনার মাথা খাটানোর ইচ্ছা নাই, ফান্ডিং পাবার আশাও নাই। কানাডায় মাস্টার্স আপনার জন্যে খালি টাকার খেলা। ৪০/৫০ লাখ লিগ্যাল টাকা রাইখেন ব্যাঙ্কে, ২০/৩০ লাখের মত খরচ কইরেন। যদি কানাডায় রিজিক থাকে নেক্সট ২/৩ বছরে তুলে ফেলতে পারবেন।


এইবার কুইক কিছু স্টেপে আপনার অ্যাপ্লিকেশান থেকে অ্যাডমিশানের সিস্টেম দেখে নেনঃ

#স্টেপওয়ান- প্রফেসর বাছাইঃ নিজের সেক্টরের প্রফেসর বাছাই করেন। তাদের ইমেইল অ্যাড্রেস পাবেন ইউনিভার্সিটির ডিরেক্টরিতে। অথবা যদি কোন পেপার পড়ে মনে হয় এই প্রফেসরের সাথে কাজ করতে চান, তাইলে অনেক সময় পেপারেও তাদের ডিটেইলস দিয়ে দেয়। এই গুগলের দুনিয়াতে সবাই এক্সেসিবল, খুঁজেন, রতন পেয়ে যাবেন।


#স্টেপটু- ইমেইলিংঃ গ্রুপে ডিটেলড ইন্সট্রাকশান দেয়া আছে কিভাবে মেইল করতে হবে। ব্রিফলি বলিঃ খ্যাতের ডিব্বা অথবা বস্তির মত অথবা রুড/ডেসপারেট হয়ে ইমেইলের রিপ্লাই পাবেন না। ভালমত, ভদ্রভাবে ইমেইল করবেন, প্রফেসর যদি ইন্টারেস্টেড হয় তাইলে রিপ্লাই দিবে।


#স্টেপথ্রী- প্রফেসরস রেস্পন্সঃ প্রফেসর যদি বলেন ইয়েস গো অ্যাহেড তাইলে অ্যাপ্লাই করেন। এপ্লিকেশানের সময় স্টেটমেন্ট অফ পারপাসে প্রফেসরের নাম দিতে পারেন (তার পারমিশান নিয়ে অবশ্যই)। ইমেইলে প্রফেসর জানায়ে দিবেন তার কাছে ফান্ডিং আছে কিনা। অনেক সময় ফান্ডিং থাকে না, তাও অ্যাপ্লাই করতে পারেন যদি টিউশান ফী কম হয়। ফান্ডিং/অ্যাসিস্টেন্টশীপ পরেও পাওয়া যায় অনেক সময়।


#স্টেপফোর- অ্যাপ্লিকেশানঃ বেশিরভাগ বিজনেস/আর্টস স্কুলে সেন্ট্রালি অ্যাডমিশান নিতে হয়। ভাল কওরে অ্যাডমিশান সেকশান পড়েন আর রিকোয়্যার্ড ডকুমেন্টস রেডি করেন। বেস্ট হয় কোর্স কোঅর্ডিনেটর অথবা অ্যাডমিশান অফিসে ইমেইল দিয়ে কনফার্ম হতে। সুন্দর করে অ্যাডমিশান অ্যাপ্লিকেশান করে ফেলেন। আর হ্যা, একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নিয়ে রাইখেন। ইউসিবিএল/ইস্টার্ন/সিটি ব্যাঙ্ক ভাল সার্ভিস দেয়। অ্যাপ্লিকেশান ফী নিয়ে হ্যাপা পোহাইতে হবে না।


#স্টেপফাইভ- রেজাল্টঃ যথা সময়ে অফার পাবেন। অফার লেটারে দেয়া থাকবে ফান্ডিং পাইসেন কি পান নাই, টিউশান ডিটেইলস ইত্যাদি। এরপরে ভিসা অ্যাপ্লিকেশান, সেইটার জন্যে গ্রুপে ফাইল আছে আলাদা।


এই হল মোটের উপরে বিজনেস স্টুডেন্টদের জন্যে নোট। আমি জানি অনেক দরকারী ইনফো মিস হয়ে গেছে কারণ এক এক জনের ইস্যু এক এক রকম। এইজন্যে গ্রুপে একটা সার্ভে ছাড়সিলাম।


এইবার চলেন কিছু কুইক ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন দেখি সার্ভে অনুযায়ীঃ


১। আমি ডেভেলপমেন্ট সাইডে সুইচ করতে চাই, আমার কি কি রিকোয়্যারমেন্ট লাগবে?

- আপনার জন্যে এখন একটাই উপায় সেইটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে রিসার্চ আর ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনি অক্সফাম, অ্যাকশান এইড, সুইসকন্ট্যাক্ট এইসব এনজিওতে কাজ খুঁজতে পারেন অথবা এইসব এনজিও যেইসব রিসার্চে কন্ট্রবিউট করে ওইসব সাইডের কাজে ইনভলভ হইতে পারেন। এইখানে প্রফেসর ম্যানেজ করা মাস্ট।


২। আমি ফাইন্যান্স/অ্যাকাউন্টিং এ মেজর, আমার কি ইকোনমিক্সে সুইচ করা ওয়াইজ হবে?

- উত্তর হইসেঃ আপনি যদি ইকোনমিক্সে একদম হাইলি ইন্টারেস্টেড না থাকেন আর নিজে নিজে ভাল নলেজ গেইন করে না থাকেন, তাইলে প্লীজ ভুইলা যান। ইকোনমিক্স কোন রোমান্টিক সাবজেক্ট না, এইখানে পড়াশুনা বাঙালি বিবিএ স্টাইলে হয় না। চামড়া তুলে ফেলবে একদম। জিনিসটা এমন যে আমি ট্রিপল ই পরে ফিজিক্সে মাস্টার্স করতে পারব কিনা? একজন দুইজন এক্সেপশনাল থাকেন যারা আসলেই ফিজিক্সে ইন্টারেস্টেড, তারা ফিজিক্স জিআরই তে ফাটায়ে সেইটা প্রুভ করে তারপরে ফিজিক্স পড়তে যান। ক্যালকুলেশান সাবধানে, নাইলে হাপুস নয়নে কানতে হবে।


আরেকটা জিনিসঃ আপনার জন্যে বেস্ট হবে নিজের লাইনে থাকা। কানাডায় ফাইন্যান্স/অ্যাকাউন্টিং এর ডিমান্ড আকাশ ছোঁয়া। কিন্তু খালি মাস্টার্স করলে হবে না। প্রফেশনাল কোয়ালিফিকেশান লাগবে। তবে আপনি যদি মাস্টার্স করে একটা ভাল জব পেয়ে যান, কোম্পানি নিজের খরচে আপনাকে সিএফএ/কানাডিয়ান সিকিউওরিটি কোর্স/ব্যাঙ্ক সার্টিফিকেশান/ সিপিএ করাবে। কিন্তু ফাইন্যান্স/অ্যাকাউন্টিং বেইজড মাস্টার্সে ফান্ডিং বলতে গেলে নাইই। কিন্তু ইনভেস্টমেন্টের রিটার্ন কুইক পাবেন, ফর শিওর। ভাল হয় দেশে থাকতেই কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশান নিয়ে ফেলা। যেমন সিমা/এসিসিএ/সিএফএ এর অ্যাটলিস্ট বেইজ লেভেল শেষ করা।


৩। আমার গ্রাজুয়েশানের পরেই কি মাস্টার্স করা উচিত হবে?

- যদি মাস্টার্স করতে চান, কোন সমস্যা না। ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাডেড জিনিস, ম্যান্ডাটরি না। কিন্তু এমবিএ করতে চাইলে মিনিমাম দুই বছরের অ্যাকটিভ ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনি ওয়ার্ক আট অমুক ক্লাব কোন এক্সপেরিয়েন্স না। ইন্টার্নশীপ থেকে আপনার ফুলটাইম এক্সপেরিয়েন্স শুরু।


৪। বিজনেস স্টুডেন্টরা কি ফান্ডিং পায় অন্যান্য সাব্জেক্টে?

- ফান্ডিং ডিপেন্ড করে আপনার কোয়ালিটির উপরে। ভাল হলে, প্রফেসর যদি মনে করে আপনি কাজ করতে পারবেন তাইলে তারা ফান্ডিং দিবে। যদি ইউনিভার্সিটির রিকোয়্যারমেন্ট মীট করে তাইলে অ্যাডমিশানের সময় স্কলারশিপ পাইতে পারেন। মনে রাখবেন, যেইটাই পাননা কেন, একটা সার্টেন লেভেল রেজাল্ট মেইনটেইন করতে হবে নাইলে সব গন! সাধারণতঃ এইটা হয় এ মাইনাস (৮৭% প্লাস মার্ক)


৫। এমবিএ করে কি অন্য মাস্টারস/ আরেক এমবিএ করা যায়?

- এমবিএ করে ফেলা মানে আপনি অলমোস্ট ধরা! দুইটা অপশান আছেঃ এক ভাল রিসার্চ ওয়ার্ক দেখায়ে পিএইচডি এর জন্যে অ্যাপ্লাই করা অথবা কোন সুপার হাই কোয়ালিটি প্রফেশনাল মাস্টার্সের জন্যে অ্যাপ্লাই করা। আরেক এমবিএ ট্রাই করতে পারেন, ভিসা পাওয়ার চান্স অলমোস্ট জিরো!

নোটঃ এমবিএ করার আগে বুইঝা শুইনা। বিবিএ করে পাঁচ ছয় মাস চাকরি না পাওয়া অলমোস্ট নরমাল ব্যাপার। কিন্তু চাকরি না পায়া মুখ বাঁচানোর জন্যে কচুমার্কা এমবিএ করা বিগেস্ট ড্রব্যাক! মনে রাখবেন, সি গ্রেডেড ইউনিভার্সিটির মাস্টার্স ডিগ্রী দিয়ে এ গ্রেডেড মাস্টার্স প্রোগ্রামে যাওয়া অনেক টাফ আনলেস আপনি সুপার কোয়ালিফাইড না হন।


৬। আমি অমুক/অমুক/অমুক সাবজেক্টে পড়তে চাই? এইটা কি ভাল হবে?

- এইটা আপনি ছাড়া কেউ বলতে পারবে না। ডোন্ট আস্ক আদারস অপিনিয়ন্স যেইটার আনসার আপনি নিজেই জানেন কিন্তু মানেন না। রিসেন্টলি একজন আমাকে আস্ক করসেন সে একটা সার্টেন সাবজেক্টে মাস্টার্স করলে কেমন হবে? আমি তার সাথে একটু কথা বলেই বুঝসি যে তার কোন আইডিয়াই নাই ওই সাবজেক্টের স্টাডিজ নিয়ে, ইনফ্যাক্ট তার কোন আইডিয়াই নাই গ্রাজুয়েট স্টাডিজ নিয়ে। সে জাস্ট কানাডায় যাবে একটা মাস্টার্স করতে, সবচাইতে কম টিউশান ফী এর প্রোগ্রাম খুঁজতেসে। ডোণ্ট বি সাচ বলদ! কানাডার গ্রাজুয়েট অ্যাডমিশান হাতের মোয়া না। টাকা থাকলে কিছু ইউনিভার্সিটি এমবিএ তে অ্যাডমিশান দিবে কিন্তু ভাল গ্রাজুয়েট প্রোগ্রাম শুধু ডেডিকেটেড পাব্লিক নেয়।


৭। আমি এইচআরে মেজর করসি, এখন মাস্টার্স করতে চাই। আমার কি অপশান আছে?

- অর্গানাইজেশন বেইজড যত প্রোগ্রাম আছে সব আপনার জন্যে খোলা। রিসার্চ অপশান খুঁজেন, খুঁজে প্রফেসর পটান। এইচআর অনেক টাফ একটা জিনিস বিশাল কর্পোরেটের জণ্যে, প্রচুর রিসার্চ হয় এই সেক্টরে। এথিক্স টাইপ সাবজেক্টও খুঁজতে পারেন।


৮। আমার সিজিপিএ অমুক, আমি কি স্কলারশিপ পাব? কোন কোন সাবজেক্টে স্কলারশিপ পাওয়া যায়?

- এইটার উত্তর নাই। পুরাটাই সাবজেক্টিভ। বিজনেসে ওভারঅল স্কলারশিপ কম। আর্টস এর কিছু সাবজেক্টে স্ক্লারশিপ/ফান্ডিং পাওয়া যায়। সোশ্যাল সায়েন্সে সবচাইতে বেশি চান্স। ফাইন্যান্স/অ্যাকাউন্টিং এ সবচাইতে কম।


আপাতত মাথায় এইটুকুই আসতেসে। আই হোপ এই রাইটআপটা কাজে দিবে সবার। যদি স্পেসিফিক প্রশ্ন থাকে, প্লীজ কমেন্টে করেন। যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। আমি জানি এইসব অ্যাডভাইস দেয়ার মত যথেষ্ট যোগ্যতা এখনও হয় নাই। আপনার মনে হইতে পারে এইসব গারবেজ, তাইলে ধরে নেন এইটা গারবেজ!


আর অন দ্যা আদার হ্যান্ড, আপনি যদি কনস্ট্রাকটিভলি কন্ট্রিবিউট করতে চান, উই আর মোর দ্যান হ্যাপি টু হিয়ার দ্যট। প্লীজ কমেন্টে বলেন কি কি ইম্প্রুভ করতে হবে, আমি এডিট মেরে আপডেট করে দিব অথবা মডারেটররা নোটে অ্যাড করে নিবেন। আপনার মতামত যথেষ্ট গুরুত্ব বহন করে, আমার কাছে, আমাদের কাছে এবং সবার কাছে। প্লীজ ডু কন্ট্রিবিউট।


জাস্ট ভাই “আইইএলটিএস এ ছয় পাইসি, স্কলারশিপ পামু?” টাইপ প্রশ্ন কইরেন না! বুকে লাগে!


হ্যাপি এক্সপ্লোরিং!