How to Google Information

This document is originally written by Md Nazmul Hasan, PhD Candidate in EEE (University of British Columbia).


Year of Publication: 2019


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


যারা গুগলে অভ্যস্ত নন, নিচের শর্ট কাট গুলো একটু দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ ইনফরমেশন বের করা। গ্ৰুপে অনেক পোস্ট এর জবাব সিম্পল এক-ক্লিক এর গুগল সার্চ। প্রোফাইল ইভ্যালুয়েশন, ভার্সিটি সার্চ, টুইশন ফি কত, IELTS পয়েন্ট, এপ্লিকেশনের লাস্ট ডেট কবে ইত্যাদি পোস্ট গুলার জবাব কিন্ত গুগলেই পাওয়া যায়।


গুগল সার্চ শর্ট-কাট:


১. কোন ভার্সিটির বিশেষ ডিপার্টমেন্টের প্রফেসরদের লিস্ট খুঁজছেন?

Google এ টাইপ করুন: X Y faculty list

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিপার্টমেন্ট এর নাম

যেমন: University of Toronto Mathematics faculty list


২. ভার্সিটির এডমিশন রিকুয়ারমেন্ট খুঁজছেন? আপনার সিজিপিএ ম্যাচ করবে নাকি এসব নিয়ে জিজ্ঞাসা?

Google এ টাইপ করুন: X Y Z admission requirement

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Bachelor/ Masters /PhD, Z = সাবজেক্টের নাম

যেমন: Concordia University bachelor computer engineering admission requirement


৩. অমুক ভার্সিটির অমুক কোর্সের টুইশন ফি কত?

Google এ টাইপ করুন: X Y tuition fee

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/ MEng

যেমন: University of Manitoba undergraduate tuition fee


৪. আমার IELTS এর পয়েন্ট এত এত। আমি কি অমুক ভার্সিটিতে এপ্লাই করতে পারব?

Google এ টাইপ করুন: X Y IELTS requirement

এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/MEngg/PhD

যেমন: university of Alberta undergraduate IELTS requirement


৫. অমুক ভার্সিটিতে এপ্লিকেশনের লাস্ট ডেট কবে?

Google এ টাইপ করুন: A B C D application deadline

এখানে A = ভার্সিটির নাম, B = ডিগ্রির নাম যেমন: Undergrdaute/ Masters /PhD, C = সাবজেক্টের নাম, D = সেশনের নাম যেমন: Fall/Winter 2020

যেমন: Memorial University of New Foundland Undergrdaute BBA Fall 2020 application deadline


৬. আন্ডারগ্রাডদের অমুক কোর্সের ক্রেডিট ট্রান্সফার নিয়ে প্রশ্ন?

Google এ টাইপ করুন: X Y undergraduate credit transfer

এখানে X = ভার্সিটির নাম, Y = সাবজেক্টের নাম

যেমন: University of Manitoba BBA undergraduate credit transfer


৭. আমি অমুক ভার্সিটিতে যাচ্ছি। মাসে কত খরচ লাগবে থাকা, খাওয়া, ইনসিওরেন্স ইত্যাদি?

Google এ টাইপ করুন: X living cost

এখানে X = ভার্সিটির নাম

যেমন: University of Alberta living cost


৮। আরা যারা পার্ট টাইম জব পাওয়া যাবে কিনা ভাবতেছেন, তারা ও চাইলে গুগল থেকে মোটামুটি ধারনা নিতে পারেন।

যেমন : X part time job in Y for student. X = কি ধরেনের জব চাচ্ছেন আপনি,

আর Y = আপনি যে সিটি তে যেতে চাচ্ছেন।


একটু ঘাটলেই অনেক ওয়েব সাইট পাবেন যেগুলাতে সব সময় জব এর বিজ্ঞাপন থাকে।

আপনি যে ওয়েব সাইট থেকে চাকরি পাবেনই তার কোন নিশ্চয়তা নাই কিন্তু চাকরির বাজার সম্পর্কে মোটামুটি ভাল ধারনা আসবে।

চাকরি পাওয়া প্রধানত নির্ভর করে আপনার সিভি, চাকরিদাতার চাহিদা এবং সিজনের উপরে। (Iqtier U. Ahammad)