How to Overcome Low CGPA

This document is originally written by Abdullah Al Maruf, PhD (University of Toronto).


Year of Publication: 2018


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


গ্রুপ এ প্রতিদিন ই কিছু কমন প্রশ্ন আসে, যেমনঃ

১) আমার CGPA কম, আমি কি কানাডাতে ফান্ড সহ পড়তে পারবো না?

২) আমার কোন পাব্লিসড পেপার নেই, আমি কি কানাডাতে ফান্ড সহ পড়তে পারবো না?


এই প্রশ্ন গুলির উত্তর আমি খুব সর্ট এ বুজিয়ে বলবো। আশা করি এই পোস্ট পড়ার পর এই বিষয়ে আপনাকে আর পোস্ট দিতে হবে না।

এই পোস্টটি বাংলা এবং English দুইটা ভাষা ব্যাবহার করে লেখা। বাংলা বানান ভুল থাকতে পারে।


What makes you a perfect candidate for a graduate student position (funded and thesis-based) in Canada?


১) CGPA:

এইটা খুব একটা জরুরী বিষয় না আবার ফেলে দেয়ার মতোও না। যে স্টুডেন্টটা দিন রাত কষ্ট করে ভালো CGPA তুলেছে, আর যে তুলতে পারে নাই তাদের একদম সেইম ভাবা ঠিক না। ভালো CGPA থাকলে প্রোফেসররা বুঝে আপনি গ্রাড স্টুডেন্ট কোর্সওয়ার্ক এ ভালো করবেন। কোর্সওয়ার্ক নর্থ অ্যামেরিকা এর গ্রাড লেভেল এ অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেয়ে কোর্স এ ফেল করলে আপনার যেমন লজ্জা প্রোফেসার এর ও একই রকম লজ্জা।


তবে এই বিষয় এ কিছু টিপস মেনে চলুনঃ


২) Research Profile: 

আপনি যদি গবেষণা করতে চান, একটি Cut-Off CGPA (ধরেন ৩.০) এর পর প্রোফেসর বা ভর্তি কমিটি আপনার CGPA নিয়ে আর গুতাবে না। আপনাকে সে টাকা দেবে গবেষণা করার জন্য তাই তার নেক্সট টার্গেট থাকবে আপনি তার গ্রুপ এ কতোটা কার্যকরী হবেন। অনেক প্রফেসার experienced স্টুডেন্ট চায়, কারন এতে দ্রুতি তার কাজ আগাবে। আবার অনেকে একদম ফ্রেশ (কাজ করতে সদা উৎসাহী) খুজে বেড়ায়।


এই বিষয় এ কিছু টিপস মেনে চলুনঃ


শেষ কথা হল, "২" টা খুব গুরুত্বপূর্ণ। "২" তে ভালো করে আপনি low CGPA সমস্যা দূর করতে পারবেন।


Whether you graduated from a public or a private university, does not matter for thesis-based research.