How to Apply Study Permit with Spouse and/or Children

This document is originally written by Rahatul Amin Ananto, Master’s in Computer Science Candidate (University of Manitoba).


The author acknowledges the inputs from several members in the PBSCU and CAAB group (images are from posts from the groups). One of the TRV application samples has been obtained from Md. Hasib Uddin Molla (University of Calgary).


©PBSCU Any unauthorized use of these articles, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


Year of Publication: 2020


Rahatul Amin Ananto:

আর্টিকেলের শুরুতেই বলে নিতে চাই, আমি আমার বউকে নিয়ে ক্যানাডা তে মাস্টার্স করতে এসেছি। আমি এসেছি স্টাডি পার্মিট নিয়ে এবং বউ এসেছে ওপেন ওয়ার্ক পার্মিট (OWP) নিয়ে। এই আর্টিকেল্টিতে আমি স্পাউস হিসেবে “বউ” শব্দটাই ব্যাবহার করব, তবে যা লিখবো তা Husband অথবা Wife সবার জন্যই একই।

 

YES, you can also apply without spouse but make sure you have a genuine reason for it. Like your spouse is working in the public sector or studying and will not be available to join you in the next 1-2 years. Remember, if your plan is to eventually bring your spouse, you should always apply together even if they are studying or working in Bangladesh. Get the visa for the spouse; he or she can join you later. A spouse can enter Canada any time before the expiry date of the permit. If for any reason you are applying alone, never use your spouse as a country tie.


There are very few cases where a spouse gets visa after students get the study permit. But this was before when visa officers did not understand the trick behind it. The number of these type of cases are very low (very lucky persons) compared to how many visas have been rejected. If you closely check their cases, you will see they have very strong reasons to apply alone and most of them are funded graduate students.


Recently, in most cases spouses are not getting visa (neither OWP nor TRV) if the applicant used the spouse as “country tie”. If you see recent posts (mid 2019 to onward) from the group, you will see how genuine students are struggling to bring their spouses. If you have done something like this, try to apply after 1-2 semesters and with strong reasons why your spouse did not apply during your application. If you do not have strong reasons to explain, the chance of your spouse getting the visa is very low.

 

If you have strong reasons, your spouse will get the visa. Make sure you provide “strong and legitimate” reasons while applying for spouse and/or children if you decide to apply when you are in Canada.


If you are applying for your spouse after you came to Canada, please use this document:

Spouse Visa – TRV or Open Work Permit?

https://www.facebook.com/notes/prospective-bangladeshi-students-in-canadian-universities/spouse-visa-trv-or-owp/2053006021651307


These are some sample rejection letters posted in the group in 2019: 


Advantages of Applying with Spouse and/or Children:

       Read more here: Help your spouse or common-law partner work in Canada

       Read more here: Get the right doumcents

           Watch Video: How to Apply for Canada Child Benefit (CBB)?

        Details here: Study Permit Application within Canada


স্পাউস সহ এপ্লাই করবো কিভাবে? OWP Application Procedures


স্পাউস সহ এপ্লাই করা কোন ভয়ের বিষয় না। ইন্সট্রাকশন অনুযায়ী সব ডকুমেন্ট তৈরি করে নিলেই হবে। নিজের স্টাডি পার্মিট এপ্লাই করার পাশাপাশি স্পাউসের OWP এপ্লাই করা একধরণের সুবিধাই বটে। যেহেতু আপনাদের প্রায় সব ডকুমেন্টসই একরকম, সেহেতু এসব তৈরি করার ধকল একবারেই শেষ হয়ে যায়। কি কি ডকুমেন্টস দরকার সেগুলো নিচে দিয়ে দিলাম।

Your spouse can also apply for a TRV visa but TRV visa rejection rates are high. But that is also possible.

For TRV, follow the same procedure, just forms will be changed.

 

Documents from the Study Permit Applicant:

1. Forwarding letter. (Sample below)

2. Passport (Copy of all info page)

3. Admission Offer Letter

4. Funding letter if available

5. Supervisor reference if possible

 

Spouse’s documents:

1. Openwork permit IMM 1295

2. Family information IMM5707

3. Document checklist IMM 5488

4. Work Permit IMM 5930 E.

5. Cover letter (Sample below)

6. Passport

7. Marriage certificate and Nikahnama (Translated Notarized copy)

8. Photographs of marriage with friends and family

9. Education certificates (SSC to BSc ফটোকপি করে notarized করা)

10. IELTS photocopy Notarized (Not mandatory)

11. Police clearance certificate (original)

12. Birth certificate (Translated notarized copy)

13. Summary of available fund

 

Sponsors’ documents:

1. Affidavit of sponsorship declaration.

2. Employment certificate

3. Salary certificate

4. Any other financial certificate if you want to add

5. TIN certificate and Tax Clearance certificate of two years (translated)

6. Bank Statement of the last 6 month and Bank solvency certificate [Original]

7. Original CA evaluation certificate of all bank account balance and assets

 


Forwarding Letter

Forwarding Letter লেখা তেমন জটিল কোন বিষয় না। এই লেটারটি স্টাডি পার্মিট হোল্ডারের কাছ থেকে আসবে যেখানে তিনি তার ব্যাক্তিগত ইচ্ছা এবং আকাংক্ষার কথা তুলে ধরেন। কেন তার স্পাউসকে তিনি কানাডাতে নিয়ে যেতে চাচ্ছেন, তার ভবিষ্যতের ইচ্ছা কি এবং আরও অনেক কিছুই এই লেটারটিতে থাকতে পারে। বলে রাখা উচিত, এই লেটার লেখার কোন বাঁধাধরা নিয়ম নেই।

 

Sample Forwarding Letter: Do NOT copy this, make your own.


Date 

High Commission of Canada to Singapore 

 

Subject: Forwarding letter for Open Work Permit (OWP) application of my wife, XXXXX

 

Respected Visa Officer, 

 

I, XXXX with passport no. XXXX am writing this letter to support my wife’s OWP application. Her name is XXXX, passport no- XXXX, date of birth- XXXXX, and currently she is living in Bangladesh. Her contact number is XXXX

Recently, I got an offer letter from the University of XXXX for the Master’s Program of Computer Science. I have received a Computer Science Entrance Scholarship worth of XXXX per year for two years. Furthermore, I also received a funding package of CAD: XXXXX per year for two years from my supervisor XXXX. I will be working under his guidance in the XXXX Lab at the University of Manitoba. I am applying for my study permit along with my wife’s Open Work Permit application.  

 

My wife and I got married on XXXX. Before that, we were in a long term relationship for more than three years. It has not even been a year since we got married. Now as I have this fantastic opportunity to pursue my Master’s degree from this prestigious University, I do not want to leave her here in Bangladesh alone and go abroad.  

This Master’s program consists of extensive research work. Completing all tasks in due time will be challenging and also stressful. As I have never been away from my family, facing these upcoming pressure of work and graduate studies will be very difficult for me to handle if I do not have anyone to support me by staying by my side. I will be in mental peace if she is with me during my two years long Master’s studies. I can assure you that, my academic works will be much better and organized if I have her with me.  

XXXX is a Biotechnology graduate from XXXX University, Bangladesh. She has an excellent idea in her field of studies. Also, she has done internships from XXXX. Because of her experiences, I think she has a higher chance of finding a suitable workplace here in Canada. She always wanted to be independent and never wanted to take any expense from her parents. Staying in Canada will be easier for me also if she has the opportunity to support me financially.  


We do not intend to stay in Canada in the long run. Just after my graduation is complete, my wife and I will return to our home country Bangladesh. We both want to make our family here in Bangladesh, by staying with our parents and relatives.  

In this condition, I request you to grant her OWP visa as I need her with me to pursue my Master’s program. If she is with me, I will have the urge to work harder by looking at her and thinking about our future. She is the one who gives me hope and happiness. I will be forever grateful to you if you grant my request.  


During her stay, her expenses will be covered by XXXX. Details of her financial support are attached herewith.    

I am again requesting you from the deepest core of my mind; please let my wife come with me so that I can concentrate on my research to the fullest. 


If you need any further information regarding my wife or me, please feel free to contact me. Thank you for your time and kind consideration. 

 

Yours Sincerely,  

XXXXXXXXXXXX

Note: Admission offer letter from the university, Funding letter, Bank statement, CA Evaluation is attached. 



Cover Letter

এই লেটারটি Forwarding Letter এর মতই একটি লেটার যা কিনা OWP applicant এর কাছ থেকে আসবে। এটার কন্টেন্ট Forwarding letter এর কন্টেন্টের সাথে মিল থাকতে হবে। দুইজন যদি দুই ধরনের কথা বলেন, তাহলে ভিসা অফিসার তার ভ্রূ কুচাকাতে পারে।


Sample Cover Letter: Do NOT copy this, make your own.


Date

High Commission of Canada to Singapore 

  

Subject: Cover letter for Open Work Permit (OWP) application. 

  

Respected Visa Officer, 

 

I, XXXX with passport no. XXXX, am applying here for an open work permit to accompany my husband, XXXX with passport no. XXXXX, during his Master's program in Canada. He has received an offer letter from the University of XXXX for the Master’s Program of Computer Science which will be starting from September 2019. I want to be of great support to my husband in all aspects and hence want to go to Canada to stay with him.  


After a successful long term relationship of about more than three years, we got married on XXXX with the blessings from both our families. Since then, we have been living together and are very happy to be each other’s most significant support and strength. My husband receiving such an outstanding opportunity to pursue his Master’s degree from such a prestigious University is indeed very joyful for us. However, being in such a positive and loving environment where we are physically there for each other it would be quite difficult for us to stay away for such a long period. 

I have pursued my Bachelor of Science in Biotechnology from XXXX University, Bangladesh, with a good academic result. The University supports a good amount of research work and thus helps us build our career via the experiences. I had the opportunity to work as an intern at XXXX, which was a great experience and exposure for me to plan and execute my undergraduate thesis research. 


I want to support my husband in any way possible, while he is pursuing his Master’s degree. If I am not with him, I will be helpless, and I won’t be able to do anything from my side to help him get through the pressure of graduate studies and extensive research works. My husband has never been away from his family and being his wife I sure hope not to get separated from him for the next two years either. If he is in Canada and I am thousands of miles away from him in Bangladesh, we will be for sure going through a mental trauma, which may result unhealthy for both us. This might even affect his performance, which in the long run will make us regret not being able to use this opportunity precisely to build his career. 

I am applying to have OWP visa because I always wanted to be independent. Since this is an excellent opportunity to feel the taste of independence, I do not want to miss it out. This work permit will allow me to earn my daily expenses and I will also be able to support my husband financially. He is funded with a limited amount of money, and I don’t want to put my hands on it for my expenses and be a burden for him. In the beginning, it would be quite difficult for us to bear all the costs of my stay in Canada, so my parents and father-in-law are unequivocally sponsoring us. They want us to be happy, and they have no objection in sponsoring us. The amount of liquid money available from my sponsors is CAD: XXXX.  Supporting documents of financial statements are attached herewith.  


The love and urge for us to be together to accompany each other through thick and thins cannot further be described in words. So, I request you from the bottom of my heart to grant me an Open Work Permit and allow me to accompany my husband during his stay for his Master’s degree. I assure you with great honesty that we will return to our home, Bangladesh, right after the completion of my husband’s graduate program. 


If you need any further information, please contact me by email or phone. Thank you for your time and kindly considering my application. 

 

Sincerely, 

XXXXX

  

Note: Sponsor’s employment status, financial documents, tax papers, written explanation of sponsors’ source of money, photographs of my husband and me and our marriage ceremony with family members, and documents from my husband’s side have been attached. 

 

 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

 

ফাইনান্সিয়াল ডকুমেন্ট

স্টাডি পার্মিট এপ্লিক্যান্ট এবং ওয়ার্ক পার্মিট এপ্লিক্যান্ট দুইজনের প্রোফাইল আরও জোড়ালো করার একটা চমৎকার উপায় হল স্পন্সরশিপ শেয়ার করা। আমি আরেকটু সহজ করে বলি এই ব্যাপারটা। ধরুন আপনি স্টাডি পার্মিট এপ্লিক্যান্ট এবং আপনাকে স্পন্সর করছেন আপনার বাবা-মা (প্রাইমারি স্পন্সর)। সেকেন্ডারি এপ্লিক্যান্ট হিসেবে যদি আপনি আপনার শ্বশুর-শ্বাশুরী কে দেখাতে পারেন তাহলে আপনাদের ফ্যামিলি বন্ডিং টাও আপনার এপ্লিকেশনে সাহায্য করবে। অপরদিকে আপনার স্পাউস প্রাইমারি স্পন্সর হিসেবে তার বাবা-মে কে দেখাবে এবং সেকেন্ডারি স্পন্সর হিসেবে আপনার বাবা-মা কে দেখাবে।


Family assets, Bank statements, এবং অন্যান্য ফাইনান্সিয়াল ডকুমেন্ট একইসাথে CA evaluation করিয়ে নিলে সবচেয়ে সহজ। প্রাইমারি এবং সেকেন্ডারি স্পন্সরের সব ধরণের ডকুমেন্টস একই সাথে একটা Evaluation এ থাকলে ভিসা অফিসারের জন্যও পুরো ব্যাপারটা বুঝতে সহজ হয়ে যায়।


স্পন্সরশিপ

অনেকেরই স্পন্সরশিপ নিয়ে কনফিউশন থাকে, যার অন্যতম হম কাকে প্রাইমারি স্পন্সর করা যাবে এবং কাকে সেকেন্ডারি। প্রথমত প্রাইমারি স্পন্সর শুধুমাত্র ব্লাড রিলেটিভ রাই হতে পারবে, যেমন, বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদী, নানা, নানী। অন্য কেউ যদি স্পন্সরশিপ করতে চায় তাহলে তাকে সেকেন্ডারি স্পন্সর হয়া লাগবে, সাথে কারণ দেখাতে হবে কেন সে আপনাকে স্পন্সর করছে।

অনেকে নিজের শ্বশুর কে স্পন্সর হিসেবে দেখাতে চান। এই ক্ষেত্রে তাকে সেকেন্ডারি স্পন্সর হিসেবেই দেখাতে হবে এবং কারণ হিসেবে বলতে পারেন তার মেয়েকে/ছেলেকে নিয়ে ক্যানাডা যেতে চাচ্ছেন তাই আপনাদের যেন কোন সমস্যা না হয় সে উদ্দেশ্যেই উনি স্পন্সরশিপ করছেন।  

 

কত টাকা এক্সট্রা দেখানো লাগবে?

স্টাডি পার্মিট হোল্ডারের ফাইনান্সিয়াল প্ল্যানে যত টাকা দেখানো আছে তার সাথে ৪-৫ হাজার ডলার যোগ করতে হবে আপনার স্পাউসের খরচ বাবদ। ধরুন আপনার স্টাডি প্ল্যানে আপনার এক বছরের খরচ বাবদ আপনি ৪০ হাজার ডলার দেখিয়েছেন। এখন যদি স্পাউস কেও সাথে নিতে চান তাহলে সেটা ৪৪ হাজার ডলার দেখাতে হবে। 

 

Pictures with Family and Friends

রিলেশনশিপ প্রুফ হিসেবে কিছু ছবি দিতে হবে আপনার স্পাউসের এপ্লিকেশনের সাথে। একটা A4 সাইজের পেপারে আপনার বিয়ে, বাবা মা এর সাথে আপনার স্পাউস, আত্মীয় দের সাথে স্পাউস, এবং আরও কিছু ছবি জুড়ে দিতে পারেন। সবগুলো ছবি একসাথে একটা পিকচার কলাজ (Picture Collage) করে জুড়ে দিলে এপ্লিকেশনটা অর্গানাইজড থাকবে।

 

ভি এফ এস

ভিসা এপ্লিকেশনের এপয়েন্টমেন্টের ব্যাপারটা অনেকের কাছেই কনফিউজিং মনে হয়, যেমনটা আমার কাছেও ছিল এবং আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি কি করতে হবে। ভিসা এপ্লিকেশনের জন্য ভি এফ এস - এ দুটি আলাদা এপয়ন্টমেন্ট নিতে হবে। একটি স্টাডি পার্মিট হোল্ডারের জন্য, অপরটি OWP এর জন্য। মনে হতে পারে, আমরা তো এতক্ষন বললাম একসাথে এপ্লাই করবো, তাহলে দুটো এপয়েন্টমেন্ট নিতে হবে কেন, আলাদাই তো হয়ে গেল তাহলে।

আসলে ব্যাপারটা হল প্রতিটা এপ্লিকেশনের একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার থাকে যেটা দিয়ে GCKey তে এপ্লিকেশন্টি ট্র্যাক করা যায়। আপনি যদি আপনার স্পাউস সহ TRV তে এপ্লাই করতেন, তাহলে একটা এপয়েন্টমেন্ট নিয়ে একই সাথে এপ্লাই করলেই হত। কিন্তু যেহেতু দুইজনের এপ্লিকেশন এই ক্ষেত্রে ভিন্ন, সেহেতু আপনাদের দুটো আলাদা এপয়েন্টমেন্ট নেওয়া লাগবে। চিন্তার কোন বিষয় নেই কারণ আপনাদের এপ্লিকেশন আপনাদের ডকুমেন্টস-এর মাধ্যমেই কানেক্টেড থাকবে।

 

কিছু প্রশ্নের উত্তর: FAQ

এই মুহুর্তে আপনাদের অনেকের কিছু প্রশ্ন থাকতে পারে, যেগুলো অনেকটা এরকমঃ

 

১) ভাই আমি বিয়ে করেছি ছয় মাসের বেশি হল – একসাথে এপ্লাই করলে কোন সমস্যা হবে কি? 

উত্তরঃ ভাই রিসেন্টলি যদি বিয়ে করে না থাকেন, তাহলে কোন কিছু চিন্তা না করে একসাথে এপ্লাই করে ফেলুন। Add recent marriage photos. Apply Online. Sometimes VFS does not take photos.

 

২) ভাই আমি গত সপ্তাহে বিয়ে করেছি – বউ কে নিয়ে এপ্লাই করবো?

উত্তরঃ এই ক্ষেত্রে খুবই ভাল ডিসিশন হবে যদি আপনার স্পাউসের পাসপোর্ট চেঞ্জ করে সেটায় স্পাউস হিসেবে আপনার নাম টাও দিয়ে দেওয়া। পাসপোর্টে যদি আপনার নাম থাকে তাহলে রিলেশনশিপের প্রমাণ এর থেকে সলিড আর কিছুর প্রয়োজন নেই।

 

৩) ভাই আমি স্টাডি পার্মিট এপ্লাই করার পর বিয়ে করেছি – এখন কি করবো?

উত্তরঃ এই মুহুর্তে স্পাউসের জন্য ভিসা এপ্লাই না করে আপনার নিজের ভিসার জন্যই অপেক্ষা করুন। ভিসা হয়ে গেলে একাই ক্যানাডা গিয়ে প্রথম সেমিস্টার টা শেষ করে স্পাউসের জন্য ভিসা এপ্লাই করা ভালো। এতে আপনাদের বিয়ের পর কিছু সময় অতিবাহিত হওয়াতে ভিসা অফিসার কে কনভিন্স করা সহজ হয়। আর আগের প্রশ্নের উত্তরে পাসপোর্ট নিয়ে যা বলেছি তা করতে পারলে খুবই ভাল।

You can also apply within 2-3 months of entering Canada. However, make sure you provide solid relationship documents. Many students shared stories that their spouse’s visas were rejected because the visa officer was not convinced about the relationship.

 

৪) ভাই আমি নেক্সট সামারে বিয়ে করবো – তখন বউকে আনতে পারবো?

উত্তরঃ ভাই আপনার একাডেমিক লাইফ যদি এক বছরের কাছাকাছি বাঁকি থাকে, তাহলে নিশ্চিন্তেই এপ্লাই করতে পারেন আপনার স্পাউসের জন্য। অনেকেই আছেন যাদের একাডেমিক লাইফ ৬ মাস বাঁকি থাকতেও নিজের স্পাউসকে ক্যানাডাতে নিয়ে গেছেন, তবে আপনার ভাগ্য এখানে খুব ম্যাটার করবে।




How to Apply with Children?


There are two ways:


Watch this video: How to get a Canadian Study Permit


 

TRV Application:


Read Instructions from here:

(1) https://www.cic.gc.ca/english/information/applications/visa.asp

(2) http://www.sfu.ca/students/isap/explore/before/bring-family.html

(3) https://students.ubc.ca/international-student-guide/immigration/documentation-family 

Study Permit Application (Minor Child):


 

Read Instructions from here:

(1) https://www.cic.gc.ca/english/helpcentre/answer.asp?qnum=488&top=15

(2) https://students.ubc.ca/international-student-guide/immigration/documentation-family

(3) https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/corporate/publications-manuals/operational-bulletins-manuals/temporary-residents/study-permits/guidelines-on-minor-children.html 

Good luck for your application!