How to Overcome Study Gap Issues

Year of Publication: 2017


©PBSCU Any unauthorized use of this article, including copying or editing is prohibited. If you want to use the article, you need to take permission from us: pbscuadm@gmail.com or from the author and you must mention the author's name and the group's name in all cases.


গ্রুপ এর অনেকেই এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত। এই পোস্ট এ এই ব্যাপারে একটু আলোচনা করবো। মতামত আমার ব্যাক্তিগত, ভালো না লাগলে, এরিয়ে যেতে পারেন।


স্টাডি গ্যাপ আসলে ৪ ধরনের ছাত্রদের ক্ষেত্রে দেখা যায়। আমি ক্যাটাগরিগুলি বলার সাথে সাথে গ্যাপ এর সমস্যাটা কিভাবে ওভারকাম করবেন তা নিয়ে একটু আলোচনা করবো। বাংলা বানান ভুল থাকতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।


১) Category 1:

আপনি মাত্র HSC or Equivalent পাশ করেছেন। দেশে নানা পাব্লিক বা প্রাইভেট এ ট্রাই করেছেন, কিন্তু ভর্তি হতে পারেননি। তারপর একবছর নানা জায়গায়  ঘুরেছেন একটি অফার লেটার এর জন্য। অথবা আপনি সিক ছিলেন বা ব্যাক্তিগত ফ্যামিলি সমস্যা ছিল।

আপানার সমস্যা যাই থাকুক, আন্ডারগ্রাড লেভেল স্টাডি গ্যাপ কোন বড় বিষয় নয়। এর জন্য আপনাকে সরাসরি রিজেক্ট করে দেবে না।


এই বিষয়ে কিছু টিপস ফলো করতে পারেনঃ


২) Category 2:

আপনি বাংলাদেশ এর কোথাও কোন এক সাবজেক্ট নিয়ে পড়ছেন এবং আপনার মনে হচ্ছে এই দেশে পড়ে কোন লাভ নেই, দেশের বাইরে গিয়ে পড়াটা ভালো।


আপনাদের জন্য কিছু টিপসঃ


৩) Category 3:

এই ক্যাটাগরি পরবে যারা Honours/Masters পাস করে ১/২ বছর জব খুঁজার ট্রাই করেছেন অথবা কোন জব করছেন, এখন মনে হচ্ছে আপানার উচ্চ শিক্ষা দরকার। আপনাদের স্টাডি গ্যাপ নিয়ে চিন্তা করার কোন কারন নেই।


৪) Category 4:

এই ক্যাটাগরি তে পরবেন তারা যাঁদের 7+ বছরের অভিজ্ঞতা আছে, ২-৩ ছেলে মেয়ে আছে, পুরো ফ্যামিলি সহ কানাডা তে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য। প্রথমেই বলে নেই, আপনার মূল উদ্দেশ্য ইমিগ্রেশন। আপনার স্কিল্ড মাইগ্রেশনে পয়েন্ট হচ্ছে না, তাই আপনি পড়তে চাচ্ছেন। এটা খারাপ কিছু না। সৎ থাকুন, ভিসা পাবেন। You can say otherwise but a visa officer will take you as an immigration-seeker. Now, you need to prove them that your primary aim is higher education and immigration is your secondary choice. If you can NOT do that, they will deem you as a "not a bona-fide" student.


আপানার ভিসা পাওয়া কিছু কারণে খুবই দুষ্কর। কারন আপনাকে বুঝাতে হবে ১০/১৫ বছর পরে হঠাৎ করে আবার আপনার পড়ার ইচ্ছে হলো কেন!


আপনাকে কিছু টিপস দেই। আপনি যদি ভিসা পেতে চান, তবে সেটা অবশ্যই আপনার ভাগ্যের উপর নির্ভরশীল।


শুভ কামনা রইলো।